পাকিস্তান জাতীয় কাবাডি দল
পাকিস্তান জাতীয় কাবাডি দল আন্তর্জাতিক কাবাডি খেলায় পাকিস্তানের প্রতিনিধিত্বকারী দল। পাকিস্তান কাবাডি ফেডারেশন দলটি পরিচালনা করে।
সংক্ষিপ্ত বিবরণ
একটি স্থানীয় ক্রীড়া হিসাবে, কাবাডি পাকিস্তানের গ্রামীণ অংশে কম-বেশি খেলা হয়। ক্রীড়াটি উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয়।[1]
এশীয় শৈলীর কাবাডি পাকিস্তানের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে জনপ্রিয় যার কারণে এটি দক্ষিণ পূর্ব এশিয়ান গেমসের একটি অন্তর্ভুক্ত ক্রীড়া।
পাকিস্তান কাবাডি ফেডারেশন ১৯৬৪ সালে গঠিত হয়। জাতীয় পর্যায়ে প্রথম কাবাডি টুর্নামেন্ট ১৯৬৬ সালে অনুষ্ঠিত হয়। মিয়া মুহাম্মদ ইয়াসিন ওয়াত্তো প্রথম প্রেসিডেন্ট এবং চৌধুরী মুহাম্মদ সিদ্দিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন।[2]
পাকিস্তানের কাবাডি খেলোয়াড়
- বাবর গজর
- লালা-রবা ওবায়দুল্লাহ
- ওয়াকাস বাট
- শফিক চিশতী
- এম শাকিল
- আকমল শাহজাদ
- এম ইশফাক
- এম আফজাল সিদ্দিকী
- মি. ইরফান
- মুশরাফ জাভেদ (অ)
- সাজ্জাদ গজর
- মতলব আলী
- রশিদ ইসমাইল
- মনীষা গজর
- খালিদ আহমদ
- এম আসলাম
- আসিফ আলী
- ওয়াকাস রহীম
এশিয়ান গেমস
দক্ষিণ এশীয় গেমস
তথ্যসূত্র
- "পাকিস্তানে কাবাডি"। পাকিস্তান ক্রীড়া বোর্ড।
- "National level Kabaddi in Pakistan"। পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন।
- ১১শ এশিয়ান গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ১২শ এশিয়ান গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ১৩শ এশিয়ান গেমস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখে পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ১৪শ এশিয়ান গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ১৫শ এশিয়ান গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ২০১০ বিশ্বকাপ ফলাফল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ আগস্ট ২০১৪ তারিখে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪।
- ১ম দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ২য় দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ৩য় দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ৪থ দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ৫ম দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ৭ম দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ৮ম দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ৯ম দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ১০ম দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
- ১১শ দক্ষিণ এশীয় গেমস পাকিস্তান ক্রীড়া বোর্ড। সংগৃহীত হয়েছে ২২ নভেম্বর ২০১০।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.