পাইকপাড়া ইউনিয়ন, চুনারুঘাট

৪নং পাইকপাড়া ইউনিয়ন বাংলাদেশর চুনারুঘাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।

পাইকপাড়া
ইউনিয়ন
৪ নং পাইকপাড়া ইউনিয়ন
পাইকপাড়া
পাইকপাড়া
বাংলাদেশে পাইকপাড়া ইউনিয়ন, চুনারুঘাটের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৯′৫৯.০০০″ উত্তর ৯১°২৭′২৯.০০২″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলাচুনারুঘাট উপজেলা
স্থাপিত১৯৬০
সরকার
  ইউপি চেয়ারম্যানআলহজ্ব শামসুজ্জামান শামীম (স্বতন্ত্র প্রার্থী)
আয়তন
  মোট৫২৪২ হেক্টর (১২৯৫৪ একর)
জনসংখ্যা (২০১১)
  মোট২৮,৬৬০
  জনঘনত্ব৫৫০/কিমি (১৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট১৮.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৩২০
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ২৬ ৫৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

পাইকপাড়া ইউনিয়নটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। পাইকপাড়া গ্রামের নামে ইউনিয়নটির নামকরণ করা হয়। তবে ইউনিয়নটি সতং গ্রামের মধ্যে অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ২৯,১১০ যার মদ্ধে পুরুষ ১৪,৯৮৬ জন ও মহিলা-১৪,৩৩৪ জন।

প্রশাসনিক অবকাঠামো

৯ টি ওয়ার্ড এবং ৩৬টি মহল্লা নিয়ে পাইকপাড়া ইউনিয়ন গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

এই ইউনিয়নটি নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • গনেশপুর
  • হলহলিয়া
  • শতং
  • বড়ধুলিয়া
  • বাঘমারা
  • নোয়াবাদ
  • পাকইপাড়া
  • নিজমাগুরউন্ডা
  • জুয়ারমাগুরউন্ডা
  • হলদিউড়া
  • উজ্জলপুর
  • জমসেরপুর
  • মাঝিশাইল
  • মুছিপুর
  • ফুলপুর
  • ফান্দাইল
  • ব্যাংগি
  • আব্দুল্লাহপুর
  • কাঠালবাড়ি
  • গাজিপুর
  • পঞ্চাশ
  • দৌলতকাবাদ
  • করমপুর
  • মারুউরা
  • মারুউড়া চক
  • দেউন্দি চা বাগান
  • সাতছড়ি চা বাগান

শিক্ষা

এই ইউনিয়নে শিক্ষার হারঃ ১৮.১%।

শিক্ষা প্রতিষ্ঠান

প্রাথমিক বিদ্যালয়

  • পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • সতং সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মাঝিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়

মাধ্যমিক উচ্চ বিদ্যালয়

দাখিল মাদ্রাসা

  • আজগর আহম্মদ দাখিল মাদ্রাসা

খেলাধুলা

  1. পাইকপাড়া প্রিমিয়ার লীগ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.