পল ম্যাককার্টনি

স্যার পল ম্যাককার্টনি (জন্ম জুন ১৮, ১৯৪২) একজন ইংরেজ পপ সঙ্গীত তারকা। তিনি ১৯৬০ এর দশকের জনপ্রিয় ব্যান্ড দল দ্য বীটল্‌স এর সদস্য ছিলেন। পরবর্তীতে দ্য বীটল্‌স ভেঙ্গে যাওয়ার পর তিনি একক ভাবে সাফল্য লাভ করেন। সঙ্গীতে তার অবদানের জন্য তাকে রাণী এলিজাবেথ নাইট খেতাব প্রদান করেন।

পল ম্যাককার্টনি
২০১০ সালে ইংল্যান্ডে পল ম্যাককার্টনি
প্রাথমিক তথ্য
জন্ম নামজেমস পল ম্যাককার্টনি
জন্ম (1942-06-18) ১৮ জুন ১৯৪২
লিভারপুল, ইংল্যান্ড, যুক্তরাজ্য
ধরনরক, পপ, রক অ্যান্ড রোল, হার্ড রক
পেশাসংগীতশিল্পী, কম্পোজার, নির্মাতা, চলচ্চিত্র প্রযোজক, চিত্র শিল্পী
বাদ্যযন্ত্রসমূহসংগীত শিল্পী, বেজ গীটার, পিয়ানো, ম্যানডোলিন
কার্যকাল১৯৫৭–বর্তমান
লেবেলহিয়ার, অ্যাপল, পার্লোফোন, ক্যাপিটোল, কলাম্বিয়া, কনকর্ড
সহযোগী শিল্পীদ্য ক্যারেম্যান, দ্য বিটল, উইংস, ফায়ারম্যান, জন লেনন
ওয়েবসাইটhttp://www.PaulMcCartney.com
প্রাগে এক সঙ্গীত সন্ধ্যায় পল ম্যাককার্টনি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.