পনির উদ্দিন আহমেদ
পনির উদ্দিন আহমেদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ জাতীয় সংসদ সদস্য। তিনি কুড়িগ্রাম-২ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
পনির উদ্দিন আহমেদ | |
---|---|
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ জানুয়ারি ২০১৯ | |
পূর্বসূরী | তাজুল ইসলাম চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সদর, কুড়িগ্রাম জেলা | ১০ অক্টোবর ১৯৫৭
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
পেশা | রাজনীতিবিদ |
প্রারম্ভিক জীবন
পনির উদ্দিন আহমেদ ১৯৫৭ সালের ১০ অক্টোবর কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজিজুল হক ও মাতার নাম পরিজন বেওয়া।
রাজনৈতিক জীবন
পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[1] ২০১৮ সালের সেপ্টেম্বরের পূর্ব পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন, পরে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি গণফোরামের আমসা আমিনকে পরাজিত করে লাঙ্গল প্রতীকে কুড়িগ্রাম-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[2][3][4]
তথ্যসূত্র
- "পরিষদ চেয়ারম্যানগণ"। উপজেলা তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- "একাদশ সংসদ নির্বাচন"। সমকাল। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (PDF)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "পনির উদ্দিন আহমেদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.