জাতীয় তাইওয়ান বিশ্ববিদ্যালয়

জাতীয় তাইওয়ান বিশ্ববিদ্যালয় (ম্যান্ডারিন ভাষায়: 國立臺灣大學) তাইওয়ানের, রাজধানী তাইপেতে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। স্থানীয়ভাবে এটি “তাইদা” নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ১,০৮৬,১৬৭ বর্গমিটার এলাকাজুড়ে তাইপে-এর দায়ান অঞ্চলে অবস্থিত। এছাড়া তাইওয়ানে বিশ্ববিদ্যালয়টির আরও ৬টি ক্যাম্পাস রয়েছে, যেগুলোর ক্যাম্পাসের মোট ক্ষেত্রফল ৩৪৫,৮৩০,০০০ বর্গমিটার।[2] বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ১১টি কলেজ, ৫৪টি ডিপার্টমেন্ট, ৯৬ গ্রাজুয়েট ইন্সটিটিউট এবং ৪টি গবেষণা ইন্সটিটিউটের সমন্বয়ে গঠিত।[3]

জাতীয় তাইওয়ান বিশ্ববিদ্যালয়
國立臺灣大學
নীতিবাক্য敦品勵學˙愛國愛人 (চীনা)
বাংলায় নীতিবাক্য
সততা, অধ্যবসায়, দেশপ্রেম এবং দর্শনশাস্ত্র
ধরনসরকারি
স্থাপিতপ্রতিষ্ঠাকাল ১৯২৮[1]
পুনর্গঠিত ১৯৪৫
সভাপতিলি সি চেন (李嗣涔)
শিক্ষায়তনিক কর্মকর্তা
১,৭৯৩ (সার্বক্ষণিক),
১,১৮৮
স্নাতক১৭,৭০৬
স্নাতকোত্তর১৫,৭১০
অবস্থান
শিক্ষাঙ্গনশহুরে,
১.৬ km²
৩৪৪ km²
ওয়েবসাইটhttp://www.ntu.edu.tw/

জাতীয় তাইওয়ান বিশ্ববিদ্যালয় তাইওয়ানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় জরিপ যেমন- টাইমস্‌ হায়ার এডুকেশন ২০০৯, গ্লোবাল ইউনিভার্সিটি রাঙ্কিং ২০০৯, ওয়েবোমেট্রিক্স রাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস অনুসারে বিশ্বের সেরা ৯৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।[4][4][5]

জাতীয় তাইওয়ান বিশ্ববিদ্যালয় ১৯২৮ সালে তাইওয়ানে জাপানি ঔপনিবেশিক আমলে জাপানিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টি তাইহকু ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন সরকার বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের দায়িত্বভার নেয় এবং ১৯৪৫ সালের ১৫ নভেম্বরে এর নতুন নামকরণ করে জাতীয় তাইওয়ান বিশ্ববিদ্যালয়।[6]

তথ্যসূত্র

  1. তাইহোকু ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়
  2. National Taiwan University_Campus Location & Area
  3. "National Taiwan University, (2007) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে" About NTU
  4. www.globaluniversitiesranking.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ আগস্ট ২০১১ তারিখে pdf
  5. "www.webometrics.info"। ৪ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১০
  6. "National Taiwan University, (2007) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জুন ২০০৮ তারিখে" NTU history

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.