নূরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
নূরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।
নূরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
কুমিরা, সীতাকুণ্ড, চট্টগ্রাম বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | আলিম মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৯ |
অধ্যক্ষ | মাওলানা মোহাম্মদ নুরুন্নবী জেহাদী |
শিক্ষার্থী সংখ্যা | ৬০০+ |
অবস্থান
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত।[1]
ইতিহাস
১৯৬৯ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। শাহসুফি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ নুরুল আবছার মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এবং মাদ্রাসার জন্য জমি দান করেন শাহসুফি হাজী মোহাম্মদ বদিউজ্জামান।[1]
ব্যবস্থাপনা
মাদ্রাসা পরিচালনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভাইস চ্যান্সেলর জনাব আলহাজ্ব ড. মুহাম্মদ ইনাম উল হককে সভাপতি করে ১১ জন বিশিষ্ট পরিচালনা পরিষদ রয়েছে।[1]
শিক্ষকবৃন্দ
মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী জেহাদী।[1]
অবকাঠামো
মাদ্রাসার মূল ভবনটি একটি চারতলা ভবন।[1]
শিক্ষা কার্যক্রম
এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ মাদ্রাসায় আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[1]
ফলাফল ও কৃতিত্ব
বিগত বছরের পাশের হার ৯৬%। প্রত্যেক বছর এ প্রতিষ্ঠান থেকে আলিম, দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে।[1]