নিরঞ্জন (ধর্ম)

ধর্ম ([dʱəɾmə]; সংস্কৃত: धर्म ধর্ম,  listen  ; পালি: धम्म ধম্ম) একটি মৌলিক ধারণা যার একাধিক অর্থ বিভিন্ন ভারতীয় ধর্ম যেমন - হিন্দু, বৌদ্ধ, শিখজৈন[1] ধর্মে বিদ্যমান। পাশ্চাত্য ভাষাসমূহে ধর্মের কোন একক শব্দ অনুবাদ হয় না।

হিন্দুধর্মে, ধর্ম  বলতে সেসমস্ত আচরণবিশেষকে বোঝায় যা ঋতম অনুসারে করা হয় এবং কর্তব্য, অধিকার, নিয়মাবলী, আচার, গুণাবলী তথা "জীবনধারণের সঠিক উপায়" ধর্মের অন্তর্ভুক্ত।[2] বৌদ্ধধর্মে ধর্ম মানে "মহাজাগতিক আইন এবং শৃঙ্খলা" কিন্তু একে বুদ্ধের শিক্ষা হিসাবেও প্রয়োগ করা হয়। বৌদ্ধ দর্শনে, ধম্ম/ধর্ম শব্দটি "ঘটনা"কেও বোঝায়।[3][note 1] জৈনধর্মে ধর্ম বলতে তীর্থঙ্করের শিক্ষার কথা এবং চিত্তশুদ্ধি ও মানুষের নৈতিক রূপান্তরের  কথা বোঝায়। শিখদের জন্য ধর্ম শব্দের মানে "যথার্থতা বা ন্যায়ের পথ"।

শাস্ত্রীয় সংস্কৃততে ধর্ম বিশেষ্যটি ধৃ ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ "ধরে রাখা, বজায় রাখা"। "ধর্ম" শব্দটি ঐতিহাসিক বৈদিক ধর্ম এর সময় থেকেই ব্যবহার ঘয়ে আসছে এবং তার অর্থ এবং ধারণা বেশ কয়েক সহস্রাব্দ ধরে বিবর্তিত হয়েছে। ধর্মের বিপরীত শব্দ অধর্ম।

তথ্যসূত্র

উদ্ধৃতি

  1. "Dharma"ENCYCLOPÆDIA BRITANNICA। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১৮
  2. see:
  3. David Kalupahana.

উৎস

  1. David Kalupahana: "The old Indian term dharma was retained by the Buddha to refer to phenomena or things. However, he was always careful to define this dharma as "dependently arisen phenomena" (paticca-samuppanna-dhamma) ... In order to distinguish this notion of dhamma from the Indian conception where the term dharma meant reality (atman), in an ontological sense, the Buddha utilised the conception of result or consequence or fruit (attha, Sk. artha) to bring out the pragmatic meaning of dhamma."[3]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.