নিয়াজ জামান

নিয়াজ জামান একজন বাংলাদেশি অনুবাদক ও গবেষক। তিনি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ইংরেজী ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন। তিনি একজন বস্ত্রজাত সামগ্রী বিশেষজ্ঞ। বাংলাদেশের প্রসিদ্ধ লোকঐতিহ্য যথা নকশি কাঁথা এবং জামদানি নিয়ে গবেষণা করেছেন এবং এসব বিষয় নিয়ে তিনি রচনা করেছেন দ্য আর্ট অফ কাঁথা এমব্রয়ডারি। ইংরেজি ভাষায় লেখার জন্য তিনিই প্রথম ২০১৩ সালে অনন্যা সাহিত্য পুরস্কার লাভ করেন।[1] ২০১৭ খ্রিষ্টাব্দে তাকে অনুবাদক শ্রেণীতে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সমর্থনের জন্য তিনি বিপুলভাবে সমালোচিত হয়েছেন।[2][3]

ড.

নিয়াজ জামান
অধ্যাপক নিয়াজ জামান, ঢাকা, ২০১৭
পেশাঅধ্যাপক, লেখক, গবেষক, অনুবাদক
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাইংরেজি
শিক্ষা প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়
বিষয়লোকঐতিহ্য
উল্লেখযোগ্য রচনাবলিদ্য আর্ট অফ কাঁথা এমব্রয়ডারি
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার
অনন্যা সাহিত্য পুরস্কার

শিক্ষা জীবন

নিয়াজ জামান হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।[4]

কর্মজীবন

নিয়াজ জামান ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮১ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি শিক্ষাবিষয়ক অ্যাটাশে হিসেবে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসে অধিভুক্ত ছিলেন।[5] ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি নিউ এজ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[6] তিনি বাংলাদেশের খ্যাতনামা নারী কথাসাহিত্যিকদের বেশকিছু গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছেন। তিনি ব্যতিক্রমধর্মী সংগঠন "গাঁথা" গড়ে তুলেছেন। সংগঠনটি বাংলা ও ইংরেজি মাধ্যমের নারী লেখকদের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।[4]

সাহিত্যকর্ম

  • দ্য কনফেশনাল আর্ট অফ টেনেসি উইলিয়াম
  • দ্য আর্ট অফ কাঁথা এমব্রয়ডারি
  • অ্যা ডিভাইডেড লেগেসি: দ্য পার্টিশন ইন সিলেক্টেড নভেলস্‌ অফ ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ
  • দ্য ক্রুকড্‌ নীম ট্রি
  • দ্য ড্যান্স অ্যান্ড আদার স্টোরিজ
  • দিদিমাস নেকলেস অ্যান্ড আদার স্টোরিজ

পুরস্কার ও সম্মাননা

  • অনন্যা সাহিত্য পুরস্কার - ২০১৩
  • বাংলা একাডেমি পুরস্কার - ২০১৭

তথ্যসূত্র

  1. "অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন নিয়াজ জামান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৩-১২-০৬। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  2. "নিয়াজ জামানের বাংলা একাডেমি পুরস্কার বাতিল হোক"ঢাকা টাইমস নিউজ। ২০১৯-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৮
  3. "সংস্কৃতির শক্তি, রাষ্ট্রের স্বীকৃতি"দৈনিক ভোরের কাগজ। ২০১৯-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৮
  4. "নিয়াজ জামান"দেশে বিদেশে। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  5. "অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন নিয়াজ জামান"দৈনিক প্রথম আলো। ২ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  6. "অনন্যা সাহিত্য পুরস্কার ২০১২ পাবেন ড. নিয়াজ জামান"দৈনিক যুগান্তর। ৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.