নিজাম উদ্দিন আহমেদ (দ্ব্যর্থতা নিরসন)
নিজাম উদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন আহম্মেদ, নিজামউদ্দিন আহমেদ বা নিজামউদ্দিন আহম্মেদ বলতে যাদেরকে বোঝানো হতে পারে;
- নিজাম উদ্দিন আহমেদ –(জন্ম: ১৯২৯ - মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে অকুতোভয় সাংবাদিক ও শহীদ বুদ্ধিজীবী।
- নিজাম উদ্দিন আহম্মেদ –বাংলাদেশের ভোলা জেলার রাজনীতিবিদ। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য।
- নিজামউদ্দিন আহমেদ –মুসলিম ইতিহাসবিদ।
- মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ – বাংলাদেশ নৌবাহিনীর ১৫তম প্রধান।
আরও দেখুন
- নিজাম উদ্দিন হাজারী –ফেনী-২ আসনের সাবেক সাংসদ।
- নিজাম উদ্দিন জলিল –বাংলাদেশি রাজনীতিবিদ এবং নওগাঁ-৫ আসনের একাদশ জাতীয় সংসদ সদস্য।
- নিজাম উদ্দিন চৌধুরী – অসমের একজন রাজনীতিবিদ যিনি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার সাথে সংযুক্ত।
- নিজামউদ্দিন মারকাজ মসজিদ –ভারতের দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামউদ্দিনে অবস্থিত একটি মসজিদ।
- নিজামউদ্দিন দরগাহ –বিশ্বের বিখ্যাত সুফি সাধকদের অন্যতম নিজামউদ্দীন আউলিয়ার দরগাহ (দরগা), যা দিল্লীতে অবস্থিত।
- নিজামুদ্দিন আউলিয়া – ভারতীয় উপমহাদেশে চিশতিয়া তরিকার একজন প্রখ্যাত সূফি সাধক।
- নিজামুদ্দীন আউলিয়া লিপু –বাংলাদেশী গাড়ির নকশাকার।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.