নিকেলোডিয়ন
নিকেলোডিয়ন (সাধারণ্যে নিক নামে পরিচিত) একটি মার্কিন কেবল টেলিভিশন নেটওয়ার্ক। এটি ভায়াকম ইন্টারন্যাশনাল-এর মালিকানাধীন। নিকেলোডিয়নের প্রচারের সাধারণ লক্ষ্য হচ্ছে ৭-১১ বছরের শিশু। এছাড়া কয়েকটি অংশ রয়েছে। যেমন, টিনিক প্রচার করে ১২-১৭ বছরের কিশোরদের লক্ষ্য করে। প্রতি সপ্তাহে একটি প্রভাতী অনুষ্ঠান প্রচারিত হয় ২-৬ বছরের শিশুদের জন্য যার নাম নিক জুনিয়র এবং গভীর রাতে সকলের জন্য প্রচারিত হয় নিক অ্যাট নাইট।
নিকেলোডিয়ন | |
---|---|
![]() | |
উদ্বোধন | এপ্রিল ১, ১৯৭৯ |
মালিকানা | এমটিভি নেটওয়ার্কস (ভায়াকম) |
চিত্রের বিন্যাস | ৪৮০আই (এসডিটিভি), ১০৮০আই (এইচডিটিভি) ভবিষ্যৎ সম্প্রচারে |
দেশ | ![]() |
প্রধান কার্যালয় | ![]() বারব্যাংক, ক্যালিফোর্নিয়া |
পূর্বতন নাম | পিনহুইল (১৯৭৯ - ১৯৮১) |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | নিক অ্যাট নাইট, টিভি ল্যান্ড, নিকটুন্স নেটওয়ার্ক, নুজিন, দ্য এন, নিক গ্যাস |
টাইমশিফ্ট সার্ভিস | নিক টু |
ওয়েবসাইট | Nick.com |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ডিরেকটিভি | চ্যানেল ২৯৯/৩০০ |
ডিশ নেটওয়ার্ক | চ্যানেল ১৭০/১৭১ |
ক্যাবল | |
অধিকাংশ কেবল পদ্ধতিতে উপস্থিত | লোকাল তালিকায় পাওয়া যাবে |
অনুষ্ঠান মালা
নিনযা হতরি মটু পাতলু ওগগি আন্ড দি ককরসেস
বহিঃসংযোগ
অফিসিয়াল ওয়েবসাইটসমূহ
- Nickelodeon America
- Nickelodeon Asia
- Nickelodeon Australia
- Nickelodeon Austria
- Nickelodeon Brazil
- Nickelodeon Canada
- Nickelodeon China
- Nickelodeon Denmark
- Nickelodeon France
- Nickelodeon Germany
- Nickelodeon Greece
- Nickelodeon India
- Nickelodeon Italy
- Nickelodeon Israel
- Nickelodeon Japan
- Nickelodeon Korea
- Nickelodeon in Latin America
- Nickelodeon Netherlands
- Nickelodeon New Zealand
- Nickelodeon Portugal
- Nickelodeon Russia and CIS
- Nickelodeon Sweden
- Nickelodeon Spain
- Nickelodeon Turkey
- Nickelodeon UK
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.