নিকিলোডিয়ান ইন্ডিয়া

নিকিলোডিয়ান ইন্ডিয়া (সংক্ষেপে নিক ইন্ডিয়া নামে পরিচিত) হলো একটি ভারতীয় টিভি চ্যানেল যেটি ভারত এবং তার পার্শ্ববর্তী দেশসমূহে সম্প্রচার করা হয়। এর সদর দপ্তর ভারতের মুম্বাই শহরে; তবে এর মূল অফিস আমেরিকায় অবস্থিত এবং এটি ভাইকম ১৮ এর মালিকানাধীন। নিকিলোডিয়ান চারটি ভাষায় সম্প্ররচার করা হয়; এগুলো হলোঃ হিন্দি, ইংরেজী, তামিল ও তেলেগু।

নিকিলোডিয়ান
Nickelodeon
निकेलोडियन
நிக்கெலோடியன்
నికెలోడియన్
current logo used from 2009.
উদ্বোধনএপ্রিল ১৯৯৯
মালিকানাভাইকম ইন্টারন্যাশনাল (১৯৯৯–২০০৭)
ভাইকম ১৮ (২০০৭-বর্তমান)
চিত্রের বিন্যাস4:3 (576i, SDTV) (1080i, HDTV)
দেশ ভারত
ভাষাহিন্দি
ইংরেজী
তামিল ভাষা
তেলেগু ভাষা
প্রচারের স্থানভারত
শ্রীলংকা
নেপাল
ভুটান
বাংলাদেশ
মালদ্বীপ
প্রধান কার্যালয়মুম্বাই, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সনিক
ভিএইচ ১ ইন্ডিয়া
এম টিভি ইন্ডিয়া
কালারস্ টিভি
নিক.জে আর (nick.jr)
ওয়েবসাইটwww.nickindia.com
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
এয়ারটেল ডিজিটাল টিভিচ্যানেল ১৫৮(এসডি)
চ্যানেল ৩৭৯(এইচডি)
ডিস টিভিচ্যানেল ৫১৮(এসডি)
চ্যানেল ৩২৩(এইচডি)
রিলায়েন্স ডিজিটাল টিভিচ্যানেল ৬০৯ (এসডি)
সান ডাইরেক্টচ্যানেল ৫৩০ (এসডি)
টাটা স্কাইচ্যানেল ৬১২(এসডি)
চ্যানেল ৬১১ (এইচডি)
ভাইকম ১৮চ্যানেল ৫০৭(এসডি)
চ্যানেল ৯৫০ (এইচডি)
বাংলাদেশচ্যানেল ১৯
কেরালা ইন্ডিয়াচ্যানেল ৬২০
বাড়ির ডিস,নেপালচ্যানেল ৮০১
চ্যানেল ৩৫১
আইপিটিভি
পিয় টিভি
(শ্রী লংকা)
চ্যানেল ৬০
ডি ডি ফ্রি ডিসচ্যানেল ৩৫০

পটভুমি

নিকিলোডিয়ান ইন্ডিয়া চ্যানেলটিতে শিশুদের জন্য অনুষ্ঠান সম্প্রচার করা হয়। নিকিলোডিয়ান খুবই জনপ্রিয় অনুষ্ঠান সম্প্রচার করে; তার মধ্যে মটু পাতলু এবং নিনজা হাতুরি অন্যতম। সম্প্রচার হিসাবে ডোরা দি এক্সপ্লোরা যেটা প্রাক-নিকিলোডিয়ানে সম্প্রচার করা হতো। আরো দশটি অনুষ্ঠান টেন নিক ইন্ডিয়াতে সম্প্রচার করা হয়।

২০১১ সালের ডিসম্ববের ৫ তারিখে ভাইকম ১৮ কর্তৃক নিকিলোডিয়ান এইডি+ মহাআকাশে প্রেরণ করা হয়।

অনুষ্ঠানাদি

নিকিলোডিয়ান যে সমস্ত কার্টুন সম্প্রচার করে তার মধ্যে মটু পাতলু, নিনজা হাতুরি অন্যতম। শিক্ষামুলক অনুষ্ঠান ডোরা দি এক্সপ্লোরা-ও নিকিলোডিয়ানে সম্প্রচার করা হয়। তবে এতে নিকিলোডিয়ান যুক্তরাষ্ট্রের অনেক কার্টুন সম্প্রচার করা হয় না।

ভাইকম ১৮ একটি নতুন সফটওয়্যার আবিষ্কার করেছেন যার নাম ভুত।

বর্তমান অনুষ্ঠান গুলো

সরাসরি সম্প্রচার

  • পাওয়ার রেঞ্জার্স ডাইনো চার্জাস
  • পাওয়ার রেঞ্জার্স মেগাফোর্স
  • বিগ টাইম রাস
  • পাওয়ার রেঞ্জার্স সামুরাই

এনিমেটেড শো

  • নিন্জা হাতুরি
  • ট্রানজি মুটান্ট নিন্জা টুলস্
  • দ্যা জঙ্গল বুক
  • শিবা (কার্টুন)
  • মটু পাতলু
  • পকডাম পাকডাই
  • রকেট মানকিস
  • গো ডাইগো গো
  • ডোরা দি এক্সপ্লোর
  • স্পন্ড দীপ
  • ওগি এ্যান্ড দ্যা ককরেসেস
  • গাট্টু বাট্টু

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.