নিউরোট্রান্সমিটার

স্নায়ুকোষ তথা নিউরন হতে নিঃসৃত একধরনের রাসায়নিক পদার্থ এক স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে সংকেত পরিবহন, সংকেত পরিবর্ধন বা সংকেত নিয়ন্ত্রণ করে তাকে নিউরোট্রান্সমিটার বলে। নিউরোট্রান্সমিটার মূলত একপ্রকার রাসায়নিক বার্তাবাহক যা সিন্যাপস বা স্নায়ুসন্ধি দিয়ে এক নিউরন থেকে পরবর্তী অপর নিউরনে রাসায়নিক সিগন্যাল প্রেরণ করে। সিন্যাপসের সিনাপটিক ভেসিকল হতে নিউরোট্রান্সমিটারগুলো নিঃসৃত হয় এবং সিনাপটিক ক্লাফটে অবস্থিত রিসিপ্টর কর্তৃক গৃহীত হয়। বেশিরভাগ নিউরোট্রান্সমিটার এর আকার একক অ্যামিনো এসিডের ন্যায় ছোট তবে কিছু কিছু নিউরোট্রান্সমিটার প্রোটিন বা পেপটাইড এর আকারের ন্যায় বড় হয়ে থাকে।

প্রধান কয়েকটি নিউরোট্রান্সমিটার

অ্যামিনো অ্যাসিড

অ্যাসিটাইলকোলিন

  • অ্যাসিটাইলকোলিন (Ach)

মোনো-অ্যামাইন

ক্যাটিকোল অ্যামাইন ও অন্যান্য বেঞ্জিন কেন্দ্রযুক্ত মোনো-অ্যামাইনঃ
  • ডোপামিন (DA)
  • নরএপিনেফ্রিন (নরঅ্যাড্রেনালিন) (NE)
  • এপিনেফ্রিন (অ্যাড্রেনালিন) (Epi)
  • অক্টোপামিন (ক্যাটিকোল অ্যামাইন নয়)
  • টাইরামিন (ক্যাটিকোল অ্যামাইন নয়)
  • ফেনাইল ইথানলামিন (ক্যাটিকোল অ্যামাইন নয়)
ইন্ডোল অ্যামাইন:
  • সেরোটোনিন (5-হাইড্রক্সিট্রিপ্টামাইন, 5-HT)
    • (মেলাটোনিন (Mel) (মোনো-অ্যামাইন নয়, অ্যাসিটাইল অ্যামাইন)
  • ডাইমিথাইল ট্রিপ্টামিন (DMT)
ইমাইডাজোল অ্যামাইন:

পেপটাইড (নিউরোপেপটাইড সমূহ)

  • বোম্বেসিন
  • গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড (GRP)
  • গ্যালানিন
গ্যাস্ট্রিন সমূহ
পশ্চাৎ পিটুইটারীর
ওপিয়য়েড সমূহ
  • কর্টিকোট্রপিন বা অ্যাড্রেনকর্টিকট্রফিক হর্মোন (ACTH)
  • বিটা লাইপোট্রপিন
  • ডাইনরফিন
  • এন্ডরফিন
  • এনকেফালিন
  • লিউমরফিন
সিক্রেটিন জাতীয় পেপ্টাইড
  • সিক্রেটিন
  • মোটিলিন
  • গ্লুকাগন
  • ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপ্টাইড (VIP)
  • গ্রোথ হর্মোন রিলিসিং হর্মোন (GRF)
সোমাটোস্টাটিন জাতীয় পেপ্টাইড
  • সোমাটোস্টাটিন
ট্যাকিকাইনিন জাতীয় পেপ্টাইড
  • নিউরোকাইনিন এ
  • নিউরোকাইনিন বি
  • Neuropeptide A
নিউরোপেপটাইড Y (Y=টাইরোসিন)
  • নিউরোপেপটাইড Y (NY)
  • অগ্ন্যাশয় পলিপেপটাইড (PP)
  • পেপটাইড YY (PYY)
  • সাবস্টান্স পি

গ্যাসীয় নিউরোট্রান্সমিটার

স্নেহপদার্থ জাতীয় নিউরোট্রান্সমিটার

  • আনন্দামাইড
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.