নিউ মডেল ডিগ্রী কলেজ

নিউ মডেল ডিগ্রী কলেজ ঢাকা বাংলাদেশের একটি বেসরকারি কলেজ [1] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে।

নিউ মডেল ডিগ্রী কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৬৮
অধ্যক্ষঅধ্যাপক মোঃ রুহুল আমিন
ঠিকানা
রাসেল স্কয়ার , শুক্রাবাদ
, ,
শিক্ষাঙ্গনশহর
সংক্ষিপ্ত নামকলেজ
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটnewmodelcollege.edu.bd

ইতিহাস

নিউ মডেল ডিগ্রি কলেজ ঢাকা মহানগরীর ধানমন্ডির রাসেল স্কয়ার সংলগ্ন শুক্রাবাদে অবস্থিত। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কলেজেটির সূচনাই স্নাতক শ্রেণি দিয়ে। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ হতে এ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, সমাজকর্ম ও ইংরেজি বিষয়ে অনার্স ও মাষ্টার্স বিষয়ে পাঠদান করা হচ্ছে। তাছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষ হতে বিবিএ (প্রফেশনাল) কোর্সও চালু করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদান ও আদর্শ চরিত্র গঠনে আন্তরিকভাবে সচেষ্ট। ছাত্র-শিক্ষক পারস্পরিক সম্পর্ক, শিক্ষকদের সহযোগিতা, নিয়মানুবর্তিতার অনুশীলন, পারস্পারিক সহনশীলতা সব মিলিয়ে কলেজটির সার্বিক পরিবেশ শিক্ষাবান্ধব ও উন্নত জীবন গঠনেও বিশেষ উপযোগী। কলেজটি রাজনীতি ও ধূমপান মুক্ত থাকায় শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিগত বছরগুলোতে সফলতা বা পাশের হার ৯৭%। পাশের হার শতভাগে উন্নীতকরণ ও ভাল ফলাফল অর্জনে কলেজ কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট।[2]

কলেজের বৈশিষ্ট্যসমূহ

  • নিজস্ব ক্যাম্পাস
  • মেধাভিত্তিক বৃত্তির সুবিধা
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
  • সুসজ্জিত লাইব্রেরি, ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাব
  • ওয়াইফাই সুবিধাসহ মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ।
  • প্রশিক্ষনপ্রাপ্ত উচ্চ শিক্ষিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী দ্বারা পরিচালিত।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক(সম্মান), স্নাতকোত্তর এবং সিএসই, বিবিএ, টিএইচএম, ডিগ্রি কোর্স চালু রয়েছে।[3]

অনুষদ সমূহ

  • উচ্চ মাধ্যমিক
  • ডিগ্রী পাশ
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং,
  • হিসাববিজ্ঞান,
  • ব্যবস্থাপনা,
  • এমবিএ (প্রফেশনাল) [4]

অবস্থান

এটি ধানমন্ডির শুক্রাবাদ এলাকার রাসেল স্কয়ারে অবস্থিত।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. http://www.nmucbd.com/bn/pages/index
  2. "List of Institutions" (XLS)Ministry of Education। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৪
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯
  4. "২০১২ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের তথ্য"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.