নিউ মডেল ডিগ্রী কলেজ
নিউ মডেল ডিগ্রী কলেজ ঢাকা বাংলাদেশের একটি বেসরকারি কলেজ ।[1] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে।
![]() | |
ধরন | বেসরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬৮ |
অধ্যক্ষ | অধ্যাপক মোঃ রুহুল আমিন |
ঠিকানা | রাসেল স্কয়ার , শুক্রাবাদ , , |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | কলেজ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | newmodelcollege |
ইতিহাস
নিউ মডেল ডিগ্রি কলেজ ঢাকা মহানগরীর ধানমন্ডির রাসেল স্কয়ার সংলগ্ন শুক্রাবাদে অবস্থিত। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কলেজেটির সূচনাই স্নাতক শ্রেণি দিয়ে। ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ হতে এ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, সমাজকর্ম ও ইংরেজি বিষয়ে অনার্স ও মাষ্টার্স বিষয়ে পাঠদান করা হচ্ছে। তাছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষ হতে বিবিএ (প্রফেশনাল) কোর্সও চালু করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদান ও আদর্শ চরিত্র গঠনে আন্তরিকভাবে সচেষ্ট। ছাত্র-শিক্ষক পারস্পরিক সম্পর্ক, শিক্ষকদের সহযোগিতা, নিয়মানুবর্তিতার অনুশীলন, পারস্পারিক সহনশীলতা সব মিলিয়ে কলেজটির সার্বিক পরিবেশ শিক্ষাবান্ধব ও উন্নত জীবন গঠনেও বিশেষ উপযোগী। কলেজটি রাজনীতি ও ধূমপান মুক্ত থাকায় শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিগত বছরগুলোতে সফলতা বা পাশের হার ৯৭%। পাশের হার শতভাগে উন্নীতকরণ ও ভাল ফলাফল অর্জনে কলেজ কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট।[2]
কলেজের বৈশিষ্ট্যসমূহ
- নিজস্ব ক্যাম্পাস
- মেধাভিত্তিক বৃত্তির সুবিধা
- শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
- সুসজ্জিত লাইব্রেরি, ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাব
- ওয়াইফাই সুবিধাসহ মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ।
- প্রশিক্ষনপ্রাপ্ত উচ্চ শিক্ষিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলী দ্বারা পরিচালিত।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক(সম্মান), স্নাতকোত্তর এবং সিএসই, বিবিএ, টিএইচএম, ডিগ্রি কোর্স চালু রয়েছে।[3]
অনুষদ সমূহ
- উচ্চ মাধ্যমিক
- ডিগ্রী পাশ
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং,
- হিসাববিজ্ঞান,
- ব্যবস্থাপনা,
- এমবিএ (প্রফেশনাল) [4]
অবস্থান
এটি ধানমন্ডির শুক্রাবাদ এলাকার রাসেল স্কয়ারে অবস্থিত।
আরও দেখুন
তথ্যসূত্র
- http://www.nmucbd.com/bn/pages/index
- "List of Institutions" (XLS)। Ministry of Education। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
- "২০১২ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের তথ্য"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।