নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা

নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা হল নিউ অরলিন্স শহরের মূল কেন্দ্র। এখানেই এই শহরের বেশির ভাগ ব্যবসাহিক প্রতিষ্ঠান রয়েছে।শহরটির সবচেয়ে বেশি কাজ-কর্ম এখানেই সম্পাদিত হয়।এটির শহরটির অর্থনীতির মূল চালিকা শক্তি।এই কেন্দ্রীয় ব্যবসাহিক জেলাটি মিসিসিপি নদীর তীরে অবস্থাত।[1]

নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা
নিউ অরলিন্স এর কেন্দ্রীয় ব্যবসাহিক জেলার একটি চিত্র
নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা
আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৯.৫৬° উত্তর ৯০.০৪° পশ্চিম / 29.56; -90.04
দেশ মার্কিন যুক্তরাষ্ট্র
রাজ্যলুইজিয়ানা
শহরনিউ অরলিন্স
আয়তন
  মোট৩.১ কিমি (১.২ বর্গমাইল)
উচ্চতা০.৯ মিটার (৩ ফুট)
জনসংখ্যা (২০১০)
  মোট২,০৬০

তথ্যসূত্র

  1. "Entergy Corporate Head quarter Return to New Orleanss"। সংগ্রহের তারিখ ২৪-১০-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.