নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা
নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা হল নিউ অরলিন্স শহরের মূল কেন্দ্র। এখানেই এই শহরের বেশির ভাগ ব্যবসাহিক প্রতিষ্ঠান রয়েছে।শহরটির সবচেয়ে বেশি কাজ-কর্ম এখানেই সম্পাদিত হয়।এটির শহরটির অর্থনীতির মূল চালিকা শক্তি।এই কেন্দ্রীয় ব্যবসাহিক জেলাটি মিসিসিপি নদীর তীরে অবস্থাত।[1]
নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা | |
---|---|
![]() নিউ অরলিন্স এর কেন্দ্রীয় ব্যবসাহিক জেলার একটি চিত্র | |
![]() ![]() নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা | |
স্থানাঙ্ক: ২৯.৫৬° উত্তর ৯০.০৪° পশ্চিম | |
দেশ | ![]() |
রাজ্য | লুইজিয়ানা |
শহর | নিউ অরলিন্স |
আয়তন | |
• মোট | ৩.১ কিমি২ (১.২ বর্গমাইল) |
উচ্চতা | ০.৯ মিটার (৩ ফুট) |
জনসংখ্যা (২০১০) | |
• মোট | ২,০৬০ |
তথ্যসূত্র
- "Entergy Corporate Head quarter Return to New Orleanss"। সংগ্রহের তারিখ ২৪-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.