নাঙ্গা পর্বত
নাঙ্গা পর্বত পৃথিবীতে নবম এবং পাকিস্তানে ২য় উচ্চতম পর্বত। নাঙ্গা পর্বত মানে " উলঙ্গ পর্বত "। আট-হাজারী পর্বতসমূহের মধ্যে এটি সবচেয়ে পশ্চিমে অবস্থিত।এর সর্বোচ্চ উচ্চতা ৮১২৬ মিটার (২৬,৬৫৮ ফুট)।[2] জুলাই ৩,১৯৫৩ সালে সর্বপ্রথম একদল আস্ট্রিয়ান ও জার্মান অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন। পর্বতারোহীদের নিকট নাঙ্গা পর্বতে আরোহণ অত্যন্ত কঠিন। বিং শতকের প্রথম ও মধ্যবর্তী সময়ে এই পর্বত আরোহণ করতে গিয়ে অসংখ্য পর্বতারোহীর মৃত্যু ঘটে। ফলে নাঙ্গা পর্বত 'কিলার মাউন্টেইন' নামে পরিচিতি লাভ করে।
নাঙ্গা পর্বত | |
---|---|
![]() নাঙ্গা পর্বত, পাকিস্তান | |
সর্বোচ্চ সীমা | |
উচ্চতা | ৮,১২৬ মিটার (২৬,৬৬০ ফুট) Ranked 9th |
সুপ্রত্যক্ষতা | ৪,৬০৮ মিটার (১৫,১১৮ ফুট) Ranked 14th |
বিচ্ছিন্নতা | |
তালিকাসমূহ | আট-হাজারী পর্বতশৃঙ্গ |
ভূগোল | |
![]() ![]() নাঙ্গা পর্বত Location of Nanga Parbat in Pakistan | |
অবস্থান | গিলগিট-বালতিস্তান, পাকিস্তান[1] |
মূল পরিসীমা | হিমালয় |
আরোহণ | |
প্রথম আরোহণ | জুলাই ৩, ১৯৫৩ - হারম্যান বুল |
সহজ পথ | ডায়ামির (পশ্চিম পার্শ্ব) |
তথ্যসূত্র
- "Nanga Parbat"। Britannica। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১২।
- "Nanga Parbat | mountain, Jammu and Kashmir, Pakistan"। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.