নাঙ্গা পর্বত

নাঙ্গা পর্বত পৃথিবীতে নবম এবং পাকিস্তানে ২য় উচ্চতম পর্বত। নাঙ্গা পর্বত মানে " উলঙ্গ পর্বত "। আট-হাজারী পর্বতসমূহের মধ্যে এটি সবচেয়ে পশ্চিমে অবস্থিত।এর সর্বোচ্চ উচ্চতা ৮১২৬ মিটার (২৬,৬৫৮ ফুট)।[2] জুলাই ৩,১৯৫৩ সালে সর্বপ্রথম একদল আস্ট্রিয়ান ও জার্মান অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন। পর্বতারোহীদের নিকট নাঙ্গা পর্বতে আরোহণ অত্যন্ত কঠিন। বিং শতকের প্রথম ও মধ্যবর্তী সময়ে এই পর্বত আরোহণ করতে গিয়ে অসংখ্য পর্বতারোহীর মৃত্যু ঘটে। ফলে নাঙ্গা পর্বত 'কিলার মাউন্টেইন' নামে পরিচিতি লাভ করে।

নাঙ্গা পর্বত
নাঙ্গা পর্বত, পাকিস্তান
সর্বোচ্চ সীমা
উচ্চতা৮,১২৬ মিটার (২৬,৬৬০ ফুট)
Ranked 9th
সুপ্রত্যক্ষতা৪,৬০৮ মিটার (১৫,১১৮ ফুট)
Ranked 14th
বিচ্ছিন্নতা
তালিকাসমূহআট-হাজারী পর্বতশৃঙ্গ
ভূগোল
নাঙ্গা পর্বত
Location of Nanga Parbat in Pakistan
অবস্থানগিলগিট-বালতিস্তান, পাকিস্তান[1]
মূল পরিসীমাহিমালয়
আরোহণ
প্রথম আরোহণজুলাই ৩, ১৯৫৩ - হারম্যান বুল
সহজ পথডায়ামির (পশ্চিম পার্শ্ব)

তথ্যসূত্র

  1. "Nanga Parbat"Britannica। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১২
  2. "Nanga Parbat | mountain, Jammu and Kashmir, Pakistan"। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.