নরম্যান আব্রামসন

নরম্যান ম্যানুয়েল আব্রামসন একজন মার্কিন প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী।

নরম্যান ম্যানুয়েল আব্রামসন
জন্ম (1932-04-01) এপ্রিল ১, ১৯৩২
বোস্টন, ম্যাসাচুসেটস
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রতড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানইউনিভার্সিটি অব হাওয়াই
প্রাক্তন ছাত্রস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাউইলিস হারম্যান
পিএইচডি ছাত্ররাটমাস এম কভার
রবার্ট আরনো শোলজ
উল্লেখযোগ্য
পুরস্কার
আইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল (২০০৭)

জীবনী

নরম্যান ১৯৩২ সালের ১ এপ্রিল ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস থেকে ১৯৫৫ সালে পদার্থবিজ্ঞানে মাস্টার অব আর্টস এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে তড়িৎ প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব হাওয়াই এর তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    পুরস্কার
    পূর্বসূরী
    John Wozencraft
    IEEE Alexander Graham Bell Medal
    ২০০৭
    উত্তরসূরী
    Gerard J. Foschini
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.