দ্যনি ভিলনোভ
দ্যনি ভিলনোভ, ওসি (জন্ম: ৩ অক্টোবর ১৯৬৭) হলেন একজন ফরাসি কানাডীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ২০০১ সালে মেলস্ত্রম, ২০০৯ সালে পলিটেকনিক, ২০১১ সালে ইনসেন্ডিস ও ২০১৪ সালে এনিমি চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে কানাডীয় স্ক্রিন পুরস্কার লাভ করেন।[1][2] এছাড়া প্রথম তিনটি চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি অব কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশন পুরস্কার লাভ করে।
দ্যনি ভিলনোভ | |
---|---|
Denis Villeneuve | |
![]() ২০১৮ সালে কান চলচ্চিত্র উৎসবে ভিলনোভ | |
জন্ম | |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার |
কার্যকাল | ১৯৯০-বর্তমান |
আত্মীয় | মার্তাঁ ভিলনোভ (ভাই) |
আন্তর্জাতিক অঙ্গনে তিনি কয়েকটি সমালোচনামূলকভাবে প্রশংসিত চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিতি লাভ করেন, সেগুলো হল থ্রিলারধর্মী প্রিজনার্স (২০১৩) ও সিকারিও (২০১৫) এবং বিজ্ঞান কল্পকাহিনীমূলক অ্যারাইভাল (২০১৬) ও ব্লেড রানার ২০৪৯ (২০১৭)।[3] অ্যারাইভাল চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[4]
প্রারম্ভিক জীবন
ভিলনোভ ১৯৬৭ সালের ৩রা অক্টোবর কেবেকের বেকাঁকুরে জন্মগ্রহণ করেন। তার পিতা জঁ ভিলনোভ ও মাতা নিকোল দ্যমের। তিনি সেমিনায়ার সাঁ-জোসেফ দ্য ত্রোয়া-রিভিয়ের এবং পরে সেগেপ দ্য ত্রোয়া-রিভিয়েরে পড়াশোনা করেন। তিনি উনিভার্সিতে দ্যু কেবেক আ মন্ট্রিয়লে চলচ্চিত্র বিষয়ে অধ্যয়ন করেন।
চলচ্চিত্রের তালিকা
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | লেখনী | প্রযোজক |
---|---|---|---|---|
১৯৯৮ | উঁ ৩২ উৎ স্যুর তের | হ্যাঁ | হ্যাঁ | না |
২০০০ | ম্যালস্ত্রোম | হ্যাঁ | হ্যাঁ | না |
২০০৯ | পলিটেকনিক | হ্যাঁ | হ্যাঁ | না |
২০১০ | ইনসেন্ডিস | হ্যাঁ | হ্যাঁ | না |
২০১৩ | প্রিজনার্স | হ্যাঁ | না | না |
এনিমি | হ্যাঁ | না | না | |
২০১৫ | সিকারিও | হ্যাঁ | না | না |
২০১৬ | অ্যারাইভাল | হ্যাঁ | না | না |
২০১৭ | ব্লেড রানার টুয়েন্টি ফোর্টি নাইন | হ্যাঁ | না | না |
২০১০ | ডুন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
তথ্যসূত্র
- হাওয়েল, পিটার (১২ এপ্রিল ২০১০)। "Polytechnique sweeps Genie Awards"। দ্য স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮।
- ম্যাকডোনাল্ড, গেইল (১০ মার্চ ২০১১)। "Villeneuve's Incendies wins eight Genies, including best picture"। দ্য গ্লোব অ্যান্ড মেইল। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮।
- লিঞ্চ, জন (২৮ সেপ্টেম্বর ২০১৭)। "The first reviews of 'Blade Runner 2049' are calling it a 'sci-fi masterpiece'"। বিজনেস ইনসাইডার। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮।
- ভিলকোমারসন, সারা (২৪ জানুয়ারি ২০১৭)। "'Arrival' Director Denis Villeneuve on Oscar Noms, Amy Adams' Snub"। এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে দ্যনি ভিলনোভ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্যনি ভিলনোভ
(ইংরেজি)