দ্য রোলিং স্টোন্‌স

দ্য রোলিং স্টোন্‌স (ইংরেজি: The Rolling Stones) হচ্ছে যুক্তরাজ্যের একটি রকসঙ্গীত ব্যান্ড। ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন যন্ত্রবাদক ব্রায়ান জোন্স, পিয়ানিস্ট ইয়ান স্টুয়ার্ট, মাইক জ্যাগার (ভোকাল), এবং কিথ রিচার্ডস (গিটার)। পরবর্তীকালে একেবারে প্রথম থেকেই যোগ দেন বেজবাদক বিল ওয়াইম্যান, এবং ড্রামবাদক চালি ওয়াটস। ইয়ান স্টুয়ার্ট টিন আইডল হিসেবে মূল দলে অনিয়মিত হওয়ায় পরবর্তীকালে মূল দল থেকে ছিটকে পড়েন, কিন্তু ১৯৮৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ব্যান্ডে কিবোর্ডিস্ট হিসেবে কাজ করে গেছেন।

দ্য রোলিং স্টোন্‌স
মাইক জ্যাগার, কিথ রিচার্ডস
রনি উড, চার্লি ওয়াটস
প্রাথমিক তথ্য
উদ্ভবলন্ডন, ইংল্যান্ড
ধরনরক, রক এ্যান্ড রোল, ব্লুজ রক, রিদম এ্যান্ড ব্লুজ, ব্লুজ
কার্যকাল১৯৬২–বর্তমান
লেবেলডেক্কা রেকর্ডস, লন্ডন রেকর্ডস, রোলিং স্টোনস রেকর্ড, ভার্জিন, ইন্টারস্কোপ, পলিডোর রেকর্ডস
ওয়েবসাইটwww.RollingStones.com
সদস্যবৃন্দমাইক জ্যাগার, কিথ রিচার্ডস, চার্লি ওয়াটস, রনি উড
প্রাক্তন সদস্যবৃন্দব্রায়ান জোন্স, ইয়ান স্টুয়ার্ট, ডিক টেইলর, মাইক টেইলর, বিল ওয়াইম্যান

ব্যন্ডের ইতিহাসের শুরুর দিকে জ্যাগার ও রিচার্ডস একত্রে গান লিখতেন। প্রথম দিকের গানগুলো ছিলো আমেরিকান ব্লুজ এবং রিদম এ্যান্ড ব্লুজ বা আরঅ্যান্ডবি কেন্দ্রিক, কিন্তু পরবর্তীকালে ১৯৬৬ সালের আফটারম্যাথ অ্যালবাম থেকে তাদের গানগুলো মূলত জ্যাগার ও রিচার্ডসই উপস্থাপন করতো। ১৯৫৯ সালে জোন্সের মৃত্যুর পর তার খালি স্থান পূরণ করেন মাইক টেইলর। ১৯৭৪ সালে টেইলর এই ব্যান্ড ছেড়ে দেন এবং তার স্থানে আসেন ফেইসেস ব্যান্ডের গিটারিস্ট রনি উড, এবং সেখান থেকে আজ পর্যন্ত তিনি ব্যান্ডটির সাথে আছেন। ১৯৯২ সালে ব্যান্ডটিতে আবার ভাঙ্গন আসে। ওয়াইম্যান চলে যান, এবং তার স্থানে আসেন ড্যারিল জোন্স। তাকে অফিসায়ালি ব্যান্ডটির সদস্য হিসেবে ঘোষণা দেওয়া না হলেও ১৯৯৪ সাল থেকে তিনি ব্যান্ডটির সাথে কাজ করছেন।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.