দ্য ট্রাবলসাম রেইন অফ কিং জন

দ্য ট্রাবলসাম রেইন অফ জন, কিং অফ ইংল্যান্ড (ইংরেজি: The Troublesome Reign of John, King of England) হল আনুমানিক ১৫৮৯ সালে রচিত একটি এলিজাবেথীয় ঐতিহাসিক নাটক। এটি সচরাচর দ্য ট্রাবলসাম রেইন অফ কিং জন (ইংরেজি: The Troublesome Reign of King John) নামে উল্লিখিত হয়। সম্ভবত জর্জ পিল এই নাটকটি রচনা করেছিলেন। গবেষকেরা সাধারণভাবে এই বিষয়ে একমত যে, এই নাটকটিকেই উইলিয়াম শেকসপিয়র তার কিং জন (রচনাকাল আনুমানিক ১৫৯৬ সাল) নাটকের আখ্যানসূত্র ও আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন।[1][2]

দ্য ট্রাবলসাম রেইন অফ কিং জন নাটকের ১৬১১ সালের কোয়ার্টোয় ভুলক্রমে এটি "ডব্লিউ.এসএইচ."-এর রচনা হিসেবে উল্লিখিত হয়েছিল।

তথ্যসূত্র

  1. Geoffrey Bullough, ed., Narrative and Dramatic Sources of Shakespeare, 8 Volumes, New York, Columbia University Press, 1957-75; Vol. 4, pp. 4-24 and 72-151.
  2. F. E. Halliday, A Shakespeare Companion 15641964, Baltimore, Penguin, 1964; pp. 503-4.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.