দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর শাহ

দ্বিতীয় গিয়াসউদ্দিন বাহাদুর শাহ (খিজির খান শুরি বলেও পরিচিত) (শাসনকাল : ১৫৫৫-১৫৬১) বাংলার স্বাধীন সুলতান ছিলেন। তিনি ছিলেন সুলতান শামসউদ্দিন মাহমুদ শাহের পুত্র।[1]

ইতিহাস

বাহাদুর শাহ তৎকালীন গভর্নর শাহবাজ খানকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা লাভ করেন।[1] বাহাদুর শাহ ১৫৫৭ সালে মুহাম্মদ আদিল শাহকে হত্যা করেন।[1][2]

পরবর্তীতে বাহাদুর শাহ জৌনপুর দখলের চেষ্টা করে। কিন্তু মুঘল সেনাবাহিনীর কাছে পরাস্ত হন।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. KingListsFarEast
  2. Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, আইএসবিএন 81-7276-407-1,pp.94-6
পূর্বসূরী
মুহাম্মদ খান শুর
বাংলার সুলতান
১৫৫৫-১৫৬১
উত্তরসূরী
গিয়াসউদ্দিন জালাল শাহ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.