দৈনিক পূর্বদেশ

দৈনিক পূর্বদেশ বাংলাদেশের চট্টগ্রামাঞ্চল থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২০১২ সালের ১২ডিসেম্বর এটি প্রথম প্রকাশিত হয়।[1][2]

দৈনিক পূর্বদেশ
ধরনদৈনিক পত্রিকা
মালিকস্মার্ট মিডিয়া লিমিটেড
প্রতিষ্ঠাতাআলহাজ্ব মাস্টার নজির আহমদ
প্রকাশকশফিকুর রহমান
সম্পাদকমুজিবুর রহমান
প্রধান সম্পাদককামাল লোহানী
প্রতিষ্ঠাকাল১২ ডিসেম্বর ২০১২
ভাষাবাংলা
সদরদপ্তর৩৫, মোমিন রোড, কদম মোবারক বাই লেন, চট্টগ্রাম।
দাপ্তরিক ওয়েবসাইট

পত্রিকার বিবরণ

দৈনিক পূর্বদেশ মুদ্রণে নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। কলাম সংখ্যা ৮। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। প্রতিষ্ঠার সময় ৮ পৃষ্ঠায় প্রকাশিত হলেও বর্তমানে পত্রিকাটি ১২ পৃষ্ঠায় প্রকাশিত হয়।

২০১২ সালের ১২ ডিসেম্বর বাঁশখালী মাস্টার নজির আহমদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রবীণ শিক্ষাবিদ নজির আহমদ পত্রিকাটি প্রতিষ্ঠা করেন[3][4]। বর্তমানে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক[5], বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব কামাল লোহানী।

নিয়মিত আয়োজন

  • প্রথম পাতা
  • শিল্প-বাণিজ্য
  • নিখিল চট্টগ্রাম
  • গাঁও-গেরাম
  • পাঠকের চিঠি
  • সম্পাদকীয়
  • চেরাগ-নগর
  • পরদেশ
  • মাঠে-ময়দানে
  • শেষ পাতা[6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. https://bangla.bdnews24.com/ctg/article1256462.bdnews
  2. https://www.banglanews24.com/national/news/bd/157149.details
  3. "দৈনিক পূর্বদেশ-এর প্রতিষ্ঠাতা নজির আহমদ আর নেই"। www.banglanews24.com। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৪ ৩:৩৩:০০ এএম শনিবার এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "চলে গেলেন দৈনিক পূর্বদেশ-এর প্রতিষ্ঠাতা নজির আহমদ"। www.dhakaprotidin.com।
  5. "List of general director"shilpakala.gov.bd। ১৬ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪
  6. "আজ যা যা থাকছে"। শফিকুর রহমান। দৈনিক পূর্বদেশ।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.