দেশবন্ধু চিনি কল লিমিটেড
দেশবন্ধু চিনি কল লিমিটেড বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান।[1][2]
স্থানীয় নাম | দেশবন্ধু সুগার মিলস |
---|---|
বেসরকারি | |
শিল্প | চিনি শিল্প সার শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৩২ |
সদরদপ্তর | পলাশ, নরসিংদী, বাংলাদেশ |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান |
পণ্যসমূহ | চিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড |
মালিক | দেশবন্ধু গ্রুপ |
ওয়েবসাইট | dbg.com.bd |
অবস্থান
বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[1]
ইতিহাস
১৯৩২ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে;[3] তবে ২০০২ সাল হতে এটি ব্যক্তি-মালিকানায় পরিচালিত হচ্ছে।[4]
অবকাঠামো
এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।
উৎপাদন ক্ষমতা
এই মিলটি আমদানীকৃত র' সুগার থেকে দৈনিক ৫০০ মে. টন এবং বার্ষিক ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি উৎপাদনে সক্ষম।[1][5]
উৎপাদিত পণ্য
এছাড়াও, চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য।
এছাড়াও, দেশবন্ধু সুগার মিলস বিদেশ থেকে অপরিশোধিত চিনি ('র সুগার) আমদানী করে তা পরিশোধন (রিফাইন্ড) করে প্যাকেটজাত করার মাধ্যমে বাজারজাত করে থাকে এবং স্থানীয় চাহিদার ৮ শতাংশ এককভাবে পূর্ণ করে।[6]
আরও দেখুন
তথ্যসূত্র
- "পলাশের দেশবন্ধু চিনি কলের ৪৮ কোটি টাকার চিনি অবিক্রিত"। দৈনিক সংগ্রাম। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- "বাজারে অস্থিতিশীলতা রোধে চিনি আমদানিতে কোটা"। দৈনিক বণিক বার্তা, ২৫ মার্চ ২০১৫। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৫।
- "বিএসএফআইসি-এর গঠন ইতিহাস"। বিএসএফআইসি, ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- "এক যুগেও দলিল হয়নি"। দৈনিক আলোকিত বাংলাদেশ, ১১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- "রফতানি অথবা ভর্তুকি নইলে উৎপাদন বন্ধ!"। দৈনিক ডেসটিনি। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- "রমজানে চিনির দাম বাড়ানোর পাঁয়তারা"। দৈনিক আলোকিত বাংলাদেশ, ০২ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৫।
বহি:সংযোগ
- দেশবন্ধু চিনি কল লিমিটেড - দেশবন্ধু গ্রুপ-এর ওয়েব সাইট।
- বাংলাদেশের চিনি কলগুলোর নাম ও যোগাযোগের ঠিকানা।