দুর্গাপুর ব্যারেজ

দুর্গাাপুর ব্যারেজ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি দুর্গাপুর শহরের কাছে দামোদর নদ এর উপর নির্মিত একটি বাঁধ। এই ব্যারেজটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই ব্যরেজএর দ্বারা দামোদর নদ ও তার উপনদী গুলির বন্যা নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে।[1] এই ব্যারেজ থেকে কৃষি জমিতে জল সেচের জন্য সেচ খাল খনন করা হয়েছে যার দ্বারা বর্ধমান জেলাবাঁকুড়া জেলার কৃষি জমিতে জল সেচ করা হয়।

দুর্গাপুর ব্যারেজ
দেশ ভারত
অবস্থানদুর্গাপুর,বর্ধমান জেলা,পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক২৩.৪৭° উত্তর ৮৭.৩০° পূর্ব / 23.47; 87.30
মালিক(s)পশ্চিমবঙ্গ সরকার
বাঁধ এবং স্পিলওয়েস
উচ্চতা১২ মিটার (৩৯ ফু)
দৈর্ঘ্য৬৯২ মিটার (২,২৭০ ফু)
আবদ্ধতাদামোদর নদ
কার্যকারক (s)দামোদর ভ্যালি কর্পোরেশন

ব্যারেজের বিবরন

সেচ খাল

তথ্যসূত্র

  1. "বন্যা পরিস্থিতির অবনতি,ডিভিসির ছাড়া জলে ফ্লাবিত আরও কিছু গ্রাম"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ০৯-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.