দিয়াফ্রা সাখো

দিয়াফ্রা সাখো (জন্ম: ২৪ ডিসেম্বর ১৯৮৯) হলেন সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব রেনে এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

দিয়াফ্রা সাখো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়াফ্রা সাখো [1]
জন্ম (1989-12-24) ২৪ ডিসেম্বর ১৯৮৯[1]
জন্ম স্থান গেদিয়াওয়ে, সেনেগাল
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[2]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রেনে
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৬–২০০৭ জেনারেশন ফুট
২০০৭–২০০৯ মেস
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯–২০১৪ মেস ১১৪ (৪৪)
২০১২বুলোয়নে (ধার) (০)
২০১৪–২০১৮ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৬২ (১৮)
২০১৮– রেনে ১২ (২)
জাতীয় দল
২০১৪– সেনেগাল (৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ৮ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১০ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি ফরাসি নিম্নস্তরের বিভাগের ক্লাব, মেসের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। অতঃপর ২০১৪ সালে, তিনি প্রিমিয়ার লীগ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে যোগদান করেন। ২০১৪ সালের মে মাস হতে, তিনি সেনেগাল জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেন। ২০১৮ সালের ২৯শে জানুয়ারি তারিখে, অঘোষিত মূল্যে ফরাসি ক্লাব রেনে-এ যোগদান করেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের সেনেগাল দলে স্থান পান।[3]

সম্মাননা

ক্লাব

মেস

  • লীগ ২: ২০১৩–১৪[4]

ব্যক্তিগত

  • লীগ ২ বছরের সেরা খেলোয়াড়: ২০১৩–১৪[5]
  • প্রিমিয়ার লীগ মাসের সেরা খেলোয়াড়: অক্টোবর ২০১৪[6]

তথ্যসূত্র

  1. টেমপ্লেট:Hugman
  2. "Diafra Sakho profile"। Ligue de Football Professionnel। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪
  3. "Revealed: Every World Cup 2018 squad - 23-man & preliminary lists & when will they be announced?"Goal। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:Stade Rennais F.C. squad


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.