দামকুড়া ইউনিয়ন
দামকুড়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পবা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
দামকুড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() দামকুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়। | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
উপজেলা | পবা উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মো: আব্দুস সালাম |
আয়তন | |
• মোট | ১৭.৩৫ কিমি২ (৬.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[1]) | |
• মোট | ২০,৭৮১ |
• জনঘনত্ব | ১২০০/কিমি২ (৩১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬০২১ ![]() |
ওয়েবসাইট | damkuraup |
অবস্থান ও আয়তন
দামকুড়া ইউনিয়নের পশ্চিমে দেওপাড়া ইউনিয়ন ও পূর্বে হড়গ্রাম ইউনিয়ন অবিস্থত।[2] দামকুড়া ইউনিয়নের আয়তন ১৭.৩৫ বর্গ কিলোমিটার।
প্রশাসনিক এলাকা
এখানে গ্রামের সংখ্যা ২৩ টি, মৌজার সংখ্যা ১৩ টি, এবং হাট/বাজার সংখ্যা ০২ টি। এই ইউনিয়নের গ্রামগুলো হচ্ছেঃ আলোক ছত্র, আশগ্রাম, বাইশ বলদ, বাথান বাড়ী, ভিমের ডাইং, দেলুয়াবাড়ী, গোসাই পুর, হরিষার ডাইং, কাদিপুর, ভবানীপুর, কলার টিকর, দেশলাপাড়া, পুরাতন মধুপুর, বিন্দারামপুর, মুরারীপুর, ভাবকী মধুপুর, জোতরাবন, মধুপুর, দামকুড়া হাট-(মাহালীপাড়া), মেদোবাড়ী, রাহী, শিতলাই ও গোবিন্দপুর।[2]
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ২০,৭৮১ জন (প্রায়)।[2][3] দামকুড়া ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ৬৫%।
শিক্ষা
শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে কলেজঃ ০১টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি, বালিকা উচ্চ বিদ্যালয়ঃ ০১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি, মাদ্রাসা- ০৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৪টি এবং বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় আছে ০১টি।[2]
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
নদীসমূহ
দামকুড়া ইউনিয়নে একটি সুবিশাল খাল রয়েছে। দামকুড়া হাটের পাশ দিয়ে এই খালটি বয়ে গেছে।
চিত্তাকর্ষক স্থান
আরও দেখুন
তথ্যসূত্র
- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
- "এক নজরে ১নং দামকুড়া ইউনিয়ন পরিষদ"। http://damkuraup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- দামকুড়া ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।