দর্শনপাড়া ইউনিয়ন
দর্শনপাড়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার পবা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
দর্শনপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
উপজেলা | পবা উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ কামরুল হাসান |
আয়তন | |
• মোট | ৪.৩০ কিমি২ (১.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১[1]) | |
• মোট | ১৫,১৫৬ |
• জনঘনত্ব | ৩৫০০/কিমি২ (৯১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬০২১ ![]() |
ওয়েবসাইট | darsanparaup.rajshahi.gov.bd |
অবস্থান ও আয়তন
দর্শনপাড়া ইউনিয়নের পূর্বে হুজুরিপাড়া ইউনিয়ন অবস্থিত।[2] দর্শনপাড়া ইউনিয়নের আয়তন ৪.৩০ বর্গ কিলোমিটার।
প্রশাসনিক এলাকা
এখানে গ্রামের সংখ্যা ১৪ টি, মৌজার সংখ্যা ১৩ টি এবং হাট/বাজার সংখ্যা ০৩ টি। এই ইউনিয়নের গ্রামগুলোর হচ্ছেঃ বাগশৈল, কুপাকান্দি, বারই পাড়া,তেঁতুলিয়া ডাঙ্গা (দমদমা), দর্শনপাড়া, তিশলাই, চক দর্শনপাড়া, প্রসাদ পাড়া, সুন্দল পুর, ঘোষ পুকুর, বিলনেপাল পাড়া, তালুকধর্ম পুর ও বিলধর্ম পুর।[2]
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ১৫,১৫৬ জন (প্রায়)।[2][3] দর্শনপাড়া ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ৩৯%।
শিক্ষা
দর্শনপাড়া ইউনিয়নে একটি কলেজ, দুইটি উচ্চ বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে।[2]
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
বীর মুক্তিযোদ্ধা মোঃইয়াসিন আলি
নদীসমূহ
দর্শনপাড়া ইউনিয়নে একটি সুবিশাল খাল রয়েছে। এটি দর্শনপাড়া ইউনিয়নের কুপাকান্দি গ্রাম হতে বিড়স বিল হয়ে সুন্দলপুর পর্যন্ত। এবং জোয়াখালী নদী দর্শনপাড়া ইউনিয়নের বাগশৈল গ্রাম হতে শুরু হয়ে বাগধানী ব্রীজ পযন্ত জোয়াখালী নদী। এই নদীর উপরে প্রায় ৬ টি ব্রিজ আছে।
চিত্তাকর্ষক স্থান
আরও দেখুন
তথ্যসূত্র
- আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
- "এক নজরে ১নং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ"। http://darsanparaup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- দর্শনপাড়া ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।