দক্ষিণ খোরসন প্রদেশ

দক্ষিণ খোরাসান প্রদেশ (ফার্সি: خراسان جنوبی) পূর্ব ইরানের একটি প্রদেশ। এর রাজধানী বির্জান্দ। অন্যান্য বড় শহরের মধ্যে আছে ফেরদৌস এবং খাএন।

South Khorasan প্রদেশ
استان خراسان جنوبی
অবস্থান
তথ্য
প্রশাসনিক কেন্দ্র:
  স্থানাংক:
Birjand
  ৩২.৮৬৫৩° উত্তর ৫৯.২১৬৪° পূর্ব / 32.8653; 59.2164
আয়তন :69,555বর্গকিমি
জনসংখ্যা(2005):
  জনঘনত্ব :
636,420
  7.3/বর্গকিমি
শাহ্‌রেস্তানের সংখ্যা:7
সময় বলয়:UTC+3:30
প্রধান ভাষাসমূহ:Persian

দক্ষিণ খোরাসান প্রদেশ ৭টি কাউন্টি নিয়ে গঠিত: বির্জান্দ, ফেরদৌস, খাএন, সারায়ান, নেহবান্দান, দার্মিয়ান এবং সার্বিশেহ

২০০৪ সালে তৎকালীন খোরাসান প্রদেশকে ভেঙে যে তিনটি নতুন প্রদেশ গঠন করা হয়, তাদের মধ্যে দক্ষিণ খোরাসান প্রদেশ একটি।

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.