থিও হার্নান্দেজ

থিও বার্নার্ড ফ্রাঙ্কোজ হার্নানদেজ (জন্ম ৬ অক্টোবর ১৯৯৭), সাধারনত থিও হিসেবেও পরিচিত, হলেন একজন ফরাসী পেশাদার ফুটবলার, যিনি জনপ্রিয় স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ-এ একজন লেফ্ট ব্যাক হিসেবে খেলে থাকেন।[3]

থিও হার্নান্দেজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম থিও বার্নার্ড ফ্রাঙ্কোজ হার্নানদেজ[1]
জন্ম (1997-10-06) ৬ অক্টোবর ১৯৯৭[2]
জন্ম স্থান মার্সেই, ফ্রান্স
উচ্চতা ১.৮৪ মিটার[2]
মাঠে অবস্থান লেফ্ট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর ১৫
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৬–২০০৭ রাও মাজাডাহোন্ডা
২০০৭–২০১৫ আতলেতিকো মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৫–২০১৭ আল্টেন্টিকো মাদ্রিদ বি (০)
২০১৬–২০১৭আলভেস (ধারে) ৩২ (১)
২০১৭– রিয়াল মাদ্রিদ (০)
জাতীয় দল
২০১৫ ফ্রান্স অনুর্ধ ১৮ (০)
২০১৫–২০১৬ ফ্রান্স অনুর্ধ ১৯ (০)
২০১৬ ফ্রান্স অনুর্ধ ২০ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৭:১২, ২৫শে নভেম্বর ২০১৭ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৮ই নভেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব খেলোয়াড়ী জীবন

আটলেন্টিকো মাদ্রিদ

জন্ম ফ্রান্সের মার্সেলি শহরে, ২০০৮ সালে থিও স্পেনীয় ফুটবল ক্লাব আতলেতিকো মাদ্রিদ এর কিশোর বিভাগে যোগদান করেন, তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর।[4] কিশোর বিভাগে খেলার মাধ্যমে তার খেলার উন্নতি করার পর, ২০১৫ সালের গ্রীষ্মের, তাকে আটলেন্টিকো মাদ্রিদ বি-তে উন্নিত করা হয় (যা হল ক্লাবটির ভবিষ্যতে জন্য সংরক্ষিত খেলোয়াড়দের নিয়ে তৈরী দল) এবং স্পেনীয় চতুর্থ বিভাগীয় লিগ তের্সেরা ডিভিশন-এ খেলানোর সুযোগ দেয়া হয়।

রিয়াল মাদ্রিদ

২০১৭ সালের ৫ই জুলাই, থিও ২০১৭-১৮ মৌসুমে জনপ্রিয় স্পেনীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ-এ চলে আসেন, তাদের সাথে তিনি পরবর্তী ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হন।[5][6] একই বছরের ১৬ই আগষ্ট তিনি ক্লাবটির হয়ে অভিষিক্ত হন, সেদিন তিনি অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো অ্যাসেন্সিও-এর পরিবর্তে মাঠে নামেন, যে খেলাটি ছিল ২০১৭ সালে বার্সেলোনার বিপক্ষে হওয়া সুপারকোপা দ্য এসপানা ম্যাচ এবং যেটিতে তারা ঘরের মাঠে ২-০ গোলে জিতে নেয়।

ব্যক্তিগত জীবন

থিও'র পিতা, জিয়ান-ফ্রাঙ্কোজ 'ও, একজন ফুটবলার ছিলেন। তিনিও একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে তার পূর্বের ক্লাব আটলেন্টিকো মাদ্রিদের হয়ে খেলেছেন।[7] তার বড় ভাই লুকাস'ও একজন ডিফেন্ডার হিসেবে আটলেস্টিকো মাদ্রিদে খেলে পরিপক্কতা লাভ করেছেন।[8]

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

ক্লাব

২৪শে জানুয়ারী ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[9]
ক্লাব সিজন লিগ কাপ বৈদেশিক অন্যান্য সর্বমোট
বিভাগ উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
আটলেন্টিকো মাদ্রিদ বি ২০১৫–১৬ তের্সেরা ডিভিশন ১০
এলভেস (ধারে) ২০১৬–১৭ লা লিগা ৩২৩৮
রিয়াল মাদ্রিদ ২০১৭–১৮ লা লিগা ১৫
খেলোয়াড়ী জীবনে সর্বমোট ৪৬১২৬৩

তথ্যসূত্র

  1. "Hernández, Theo Bernard François" (স্পেনীয় ভাষায়)। FFMadrid। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৬
  2. "FIFA Club World Cup UAE 2017: List of players: Real Madrid CF" (PDF)। FIFA। ১৬ ডিসেম্বর ২০১৭। পৃষ্ঠা 5। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭
  3. "Real Madrid signTheo Hernández fromAtletico Madrid on six-year deal"। ESPN। ৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৭
  4. "Lucas y Theo Hernández, sociedad defensora ilimitada" [Lucas and Theo Hernández, limited defensive company] (স্পেনীয় ভাষায়)। Mundo Deportivo। ১৭ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬
  5. "Official Announcement: Theo Hernández"। Real Madrid। ৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৭
  6. "Theo Hernández, traspasado al Real Madrid"। Atlético Madrid। ৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৭
  7. "Lucas, el futuro jefe de la defensa" [Lucas, the future boss of the defence] (স্পেনীয় ভাষায়)। ABC। ৫ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬
  8. "Theo y Lucas, dos hermanos del Atlético sobre el campo 60 años después" [Theo and Lucas, two brothers from Atlético on the field 60 years later] (স্পেনীয় ভাষায়)। Mundo Deportivo। ৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬
  9. "Theo Hernández Socceway Profile"। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.