থানকুনি

থানকুনি (বৈজ্ঞানিক নাম: Centella asiatica;ইংরেজি: Indian pennywort ইন্ডিয়ান্ পেনিওর্ট্; সিংহলি: ගොටුකොල গোটু কোলা; সংস্কৃত: मधुकपर्णी মধুকপর্ণী, খ্‌মের: ត្រចៀកក្រាញ់ ত্রাচিয়াক্ ক্রাঞ্; কন্নড়: ಒಂದೆಲಗ; তামিল: வல்லாரை ভাল্লারাই; মালয়ালম: കുടങ്ങല്‍ কুড়াংঙাল্ বা മുത്തിൾ মুত্তির্ল্) এক ধরনের খুব ছোট বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক পরিবাবের নাম ম্যাকিনলেয়াসি যাকে অনেকে এপিকেসি পরিবাবের উপপরিবার মনে করেন।

থানকুনি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
(শ্রেণীবিহীন): Angiosperms
(শ্রেণীবিহীন): Eudicots
(শ্রেণীবিহীন): Asterids
বর্গ: Apiales
পরিবার: Mackinlayaceae
গণ: Centella
প্রজাতি: C. asiatica
দ্বিপদী নাম
Centella asiatica
(L.) Urban
প্রতিশব্দ

Hydrocotyle asiatica L.
Trisanthus cochinchinensis Lour.

বিস্তৃতি

বাংলাদেশ, ভারত, সিংহল, উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, এবং এশিয়ার অন্যান্য প্রান্তে এই উদ্ভিদ পাওয়া যায়।[1] ভেষজ হিসাবে এর বহুল ব্যবহার আছে আয়ুর্বেদিক, প্রাচীন আফ্রিকীয়, চৈনিকসহ অনেক দেশের চিকিৎসাবিদ্যায়। এর বৈজ্ঞানিক নাম আগে ছিল Hydrocotyle asiatica L. এবং Trisanthus cochinchinensis (Lour.)।

গুনাগুণ

  • মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী।
  • সর্দির জন্য উপকারী।
  • পেটের অসুখে থানকুনির ব্যবহার আছে।
  • আমাশয়ে ভাল কাজ করে।[2]
  • সাময়িকভাবে কাশি কমাতে সাহায্য করে।

তথ্যসূত্র

  1. United States Department of Agriculture। "Plant Profile for Centella asiatica"। সংগ্রহের তারিখ 15 July 2012 (Use Native Status Link on Page) এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. আঃ খালেক মোল্লা সম্পাদিত;লোকমান হেকিমের কবিরাজী চিকিৎসা; আক্টোবর ২০০৯; পৃষ্ঠা- ২২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.