থাকিন সো

থাকিন সো (১৯০৬ - ৬ মে, ১৯৮৯) ছিলেন বর্মার বিপ্লবী আন্দোলনের নেতা ও বর্মা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।

থাকিন সো
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯০৬
মৃত্যু৬ মে, ১৯৮৯
জাতীয়তাবর্মীজ
পেশারাজনীতিবিদ
যে জন্য পরিচিতবর্মা সাম্যবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য

জীবনী

থাকিন সো ছিলেন ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত, বর্মা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।[1] তার জীবনের বৃহৎ অংশ আত্মগোপন করা অবস্থায় অতিবাহিত হয়। ১৯৭০ সালে সরকারি বাহিনীর হাতে ধরা পড়েন। ১৯৭৪ সালে সামরিক শাসনকর্তা নে উইন এর সময় তিনি রাজবন্দীদশা হতে মুক্তি পান।[2] নে উইনের শাসনের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ চালান ইউনিটি এন্ড পিস দলের পক্ষ থেকে ১৯৮৮ সালে। ১৯৯০ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, যদিও তার আগেই মারা যান থাকিন সো।

তথ্যসূত্র

  1. Lintner, Bertil. The Rise and Fall of the Communist Party of Burma (CPB). Southeast Asia Program series, no. 6. Ithaca, N.Y.: Southeast Asia Program, Cornell University, 1990. p. 6
  2. "Thakin Soe, Burmese Communist, 83"। The New York Times। ১৯৮৯-০৫-০৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.