থাকিন সো
থাকিন সো (১৯০৬ - ৬ মে, ১৯৮৯) ছিলেন বর্মার বিপ্লবী আন্দোলনের নেতা ও বর্মা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
থাকিন সো | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯০৬ |
মৃত্যু | ৬ মে, ১৯৮৯ |
জাতীয়তা | বর্মীজ |
পেশা | রাজনীতিবিদ |
যে জন্য পরিচিত | বর্মা সাম্যবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্য |
জীবনী
থাকিন সো ছিলেন ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত, বর্মা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।[1] তার জীবনের বৃহৎ অংশ আত্মগোপন করা অবস্থায় অতিবাহিত হয়। ১৯৭০ সালে সরকারি বাহিনীর হাতে ধরা পড়েন। ১৯৭৪ সালে সামরিক শাসনকর্তা নে উইন এর সময় তিনি রাজবন্দীদশা হতে মুক্তি পান।[2] নে উইনের শাসনের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ চালান ইউনিটি এন্ড পিস দলের পক্ষ থেকে ১৯৮৮ সালে। ১৯৯০ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, যদিও তার আগেই মারা যান থাকিন সো।
তথ্যসূত্র
- Lintner, Bertil. The Rise and Fall of the Communist Party of Burma (CPB). Southeast Asia Program series, no. 6. Ithaca, N.Y.: Southeast Asia Program, Cornell University, 1990. p. 6
- "Thakin Soe, Burmese Communist, 83"। The New York Times। ১৯৮৯-০৫-০৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.