তৌসিফ

তৌসিফ (ইংরেজি: Tausif); তৌসিফ ভাল না নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশী সুরকার গীতিকার ও সঙ্গীতশিল্পী। অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন তিনি।

তৌসিফ
চিত্র:Tausif.jpeg
প্রাথমিক তথ্য
স্থানীয় নামতৌসিফ
জন্ম নামতৌসিফ
জন্ম-সিপাইপাড়ায়, রাজশাহী , বাংলাদেশ
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনফিল্ম স্কোর, টেকনো, ফিউশন, ফক, পপ, রক ইত্যাদি
পেশাসঙ্গীতশিল্পী, কম্পোজার, সুরকার, গীতিকার, মিউজিক প্রোডিউসার & সাউন্ড ইঞ্জিনিয়ার।
বাদ্যযন্ত্রসমূহকী-বোর্ড এবং ভোকাল।
কার্যকাল২০০৭–বর্তমান
লেবেলজি সিরিজ , সিডি চয়েস

শৈশব কর্মজীবন সংগীতজীবন

জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ রাজশাহী-সিপাইপাড়ায় জন্ম নিয়ে বেড়ে ওঠা তৌসিফ। বর্তমানে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সায়েন্সে শিক্ষাগ্রহণের শেষের দিকে। ছোটবেলা থেকেই বাবার হাতেই তার সংগীতের হাতেখড়ি। পরবর্তী সময়ে গান, গিটারে সুর বাঁধা, কি-বোর্ড এবং সফটওয়্যারের কাজ শিখেছেন তারই এক বড় ভাই টফির কাছে। তিনি প্রথম কনসার্টে গান করেন ২০০৬ সালে চীন মেত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজিত একটি কনসার্টে এবং তখন থেকেই তিনি পরিচিতি লাভ করেন। তার প্রথম একক অ্যালবাম অভিপ্রায়।

তৌসিফের কম্পোজিশনে গান গেয়েছে লিজা, কনা ,কনিকা ও অলিক। তৌসিফের কম্পোজিশনকৃত এসব গানগুলো শ্রোতামহলে বেশ সমাদৃত। । তৌসিফের কম্পোজিশনে এ মনের আঙ্গিনায়/তোরই তো ঠিকানা_গানটি গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করে কণ্ঠশিল্পী লিজা। এ ছাড়া একক অ্যালবামে নিজের গাওয়া গানের জনপ্রিয়তা তো রয়েছেই। বৃষ্টি ঝরে যায়/দুচোখে গোপনে, মন কাঁদে সারাবেলা, উজানের ঢেউ/তুই কারে খুঁজিস, অতৃপ্ত অনুভূতি/ভিজেছে ব্যাকুলতা অথবা হৃদয় দিয়ে ডাকছি প্রভৃতি গান জয় করে নিয়েছে বর্তমান তরুণ প্রজন্মসহ সব শ্রেণীর শ্রোতা হৃদয়। এ ছাড়া এই তো ভালোবাসা চলচ্চিত্রের জন্য কম্পোজিশন করেছেন টাইটেল সঙ ‘‘এই তো ভালোবাসা’’ গানটি যেটি রুপালি পর্দা অভিনয় করেন ইমন নীরব এবং ছিদ্দিক।

ডিস্কোগ্রাফি

এ পর্যন্ত তৌসিফ এর প্রকাশিত অ্যালবামগুলো হলোঃ [1]

বছরশিরোনাম
২০০৭অভিপ্রায়
২০০৮অপেক্ষা
২০০৯অন্বেষণ
২০১০অনুক্ষণ
২০১১অনুকাব্য
২০১২অনিদ্রা
২০১৩আমন্ত্রণ
২০১৪আবেগ
২০১৫আয়োজন

তথ্য সূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.