তোররে আনুনজাতা

তোররে আনুনজাতা (ইংরেজি: Torre Annunziata), ইতালির কাম্পানিয়া অঞ্চলের আধুনিক নেপলসের (নাপোলি) প্রদেশ একটি শহর এবং পৌরসভা। এইটি নেপলসের উপসাগরের পাড়ে ভিসুভিয়াস পর্বতের কাছে অবস্থিত। শহরটি ৭৯ এবং ১৬৩১ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে ধ্বংস হয়েছিল।

তোররে আনুনজাতা
কমুনে
তোররে আনুনজাতার শহর
তোররে আনুনজাতার দৃশ্য
তোররে আনুনজাতা
ইতালিতে তোররে আনুনজাতা এর অবস্থান
স্থানাঙ্ক: ৪০°৪৫′ উত্তর ১৪°২৭′ পূর্ব
দেশ ইতালি
অঞ্চলকাম্পানিয়া
প্রদেশনেপলস (এনএ)
ফ্রাসিওনিRovigliano
সরকার
  মেয়রজোসুয়ে স্তারিতা (টিপি)
আয়তন
  মোট৭.৩৩ কিমি (২.৮৩ বর্গমাইল)
উচ্চতা মিটার (৩০ ফুট)
জনসংখ্যা (৩০শে এপ্রিল, ২০০৯)
  মোট৪৪,১৯৭
  জনঘনত্ব৬০০০/কিমি (১৬০০০/বর্গমাইল)
বিশেষণTorresi or Oplontini (the latter is rare)
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+১)
  গ্রীষ্মকালীন (দিসস)সিইডিটি (ইউটিসি+২)
পোষ্ট কোড৮০০৫৮
আঞ্চলিক কোড০৮১
প্যাট্রন সেন্টMadonna of the Snow
সেন্ট ডে২২শে অক্টোবর ও ৫ই আগস্ট
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
পম্পেই নগরির প্রত্নতাত্ত্বিক এলাকা, হেরকুলেনিয়াম এবং তোররে আনুনজাতা
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানইতালি 
আয়তন [1]
মানদণ্ডiii, iv, v
তথ্যসূত্র৮২৯
স্থানাঙ্ক৪০°৪৫′২৫″ উত্তর ১৪°২৬′৪০″ পূর্ব
শিলালিপির ইতিহাস১৯৯৭ (২১শ সভা)
ওয়েবসাইটwww.comune.torreannunziata.na.it
তোররে আনুনজাতার অবস্থান

শহরটি নাপোলিটানদের আঞ্চলিক ভাষায় তোররে নুনজাতা নামে পরিচিত।

এটি ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে[2]

তথ্যসূত্র

  1. "Superficie di Comuni Province e Regioni italiane al 9 ottobre 2011"। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৯
  2. ইউনেস্কো, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.