তেরিসা মে

তেরিসা মে (ইংরেজি: Teresa May) একজন ইংরেজ যৌন শিল্পী, অভিনেত্রী ও গ্লামার মডেল

তেরিসা মে
জন্ম
তেরিসা বিটেরিজ

(1966-12-15) ১৫ ডিসেম্বর ১৯৬৬
এপসোম, সারে, ইংল্যান্ড
অন্যান্য নামএলা, ট্যামি
উচ্চতা৫' ২"
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের
সংখ্যা
৬৬ (আইএমডিবি অনুযায়ী)
ওয়েবসাইটতেরিসা মে দাপ্তরিক তথ্যক্ষেত্র

কর্মজীবন

১৯৯২ সালে, তেরিসা ফিওনা-কুপার.কম নামক একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটের জন্য একটি গ্লামার-ভিডিওতে কাজ করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এই ভিডিওটিতে তিনি নিজে এলা ছদ্মনামটি ধরন করেন।

১৯৯৭ সালে, স্ম্যাক মায় বিচ আপ শিরোনামের একটি সংগীত-ভিডিওতে যৌনাবেদক নর্তকীর ভূমিকা পালন করেন।[1] পরবর্তীতে তিনি বিভিন্ন বি-গ্রেড চলচ্চিত্রে কাজ করেন। যার মধ্যে এক্সটার্মিনেটর সিটি[2] এবং ওয়ান মম্যান এন্ড হিজ ডগ[3] ইত্যাদি উল্লেখযোগ্য।

অভিনয় ছাড়াও তেরিসা হাসলার-এর মত বিভিন্ন পুরুষদের যৌনাবেদনময়ী পত্রিকাতে মডেলিং-এর কাজও করেন।

বিভ্রান্তি

ব্রিটেনে ২০১৬ সালের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে, ব্রিটেনের বিশিষ্ট রাজনীতিজ্ঞ টেরেসা মে'র নাম ঘোষণা করা হলে; কিছু লোক মনে করেন অভিনেত্রী তেরিসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন;[4][5] এবং এর জন্য লোকেরা তার টুইটার হ্যন্ডেলে সংবর্ধনা পাঠানো শুরু করে।[6] অবশ্য পরে, তিনি তাদের ভ্রান্তি দূর করেন।

তথ্যসূত্র

  1. "Teresa May is a glamour model who appeared in Smack My Bitch Up"mirror.co.uk (ইংরেজী ভাষায়)। ১২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬
  2. "Exterminator City"। IMDb। ১৯ জুলাই ২০০৫। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬
  3. "One Man and His Dog"। IMDb। ১ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬
  4. "Prime Minister-in-waiting Theresa May confused with porn star"Indian Express (ইংরেজী ভাষায়)। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "হবু প্রধানমন্ত্রীর সৌজন্যে হঠাৎ জনপ্রিয় পর্ন তারকা!"ডেলি নিউজ। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬
  6. "New PM or Porn Star? Brits Confuse Adult Film Actress With Theresa May"sputnik news (ইংরেজী ভাষায়)। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.