তেরিসা মে
তেরিসা মে (ইংরেজি: Teresa May) একজন ইংরেজ যৌন শিল্পী, অভিনেত্রী ও গ্লামার মডেল।
তেরিসা মে | |
---|---|
জন্ম | তেরিসা বিটেরিজ ১৫ ডিসেম্বর ১৯৬৬ এপসোম, সারে, ইংল্যান্ড |
অন্যান্য নাম | এলা, ট্যামি |
উচ্চতা | ৫' ২" |
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের সংখ্যা | ৬৬ (আইএমডিবি অনুযায়ী) |
ওয়েবসাইট | তেরিসা মে দাপ্তরিক তথ্যক্ষেত্র |
কর্মজীবন
১৯৯২ সালে, তেরিসা ফিওনা-কুপার.কম নামক একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটের জন্য একটি গ্লামার-ভিডিওতে কাজ করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এই ভিডিওটিতে তিনি নিজে এলা ছদ্মনামটি ধরন করেন।
১৯৯৭ সালে, স্ম্যাক মায় বিচ আপ শিরোনামের একটি সংগীত-ভিডিওতে যৌনাবেদক নর্তকীর ভূমিকা পালন করেন।[1] পরবর্তীতে তিনি বিভিন্ন বি-গ্রেড চলচ্চিত্রে কাজ করেন। যার মধ্যে এক্সটার্মিনেটর সিটি[2] এবং ওয়ান মম্যান এন্ড হিজ ডগ[3] ইত্যাদি উল্লেখযোগ্য।
অভিনয় ছাড়াও তেরিসা হাসলার-এর মত বিভিন্ন পুরুষদের যৌনাবেদনময়ী পত্রিকাতে মডেলিং-এর কাজও করেন।
বিভ্রান্তি
ব্রিটেনে ২০১৬ সালের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে, ব্রিটেনের বিশিষ্ট রাজনীতিজ্ঞ টেরেসা মে'র নাম ঘোষণা করা হলে; কিছু লোক মনে করেন অভিনেত্রী তেরিসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন;[4][5] এবং এর জন্য লোকেরা তার টুইটার হ্যন্ডেলে সংবর্ধনা পাঠানো শুরু করে।[6] অবশ্য পরে, তিনি তাদের ভ্রান্তি দূর করেন।
তথ্যসূত্র
- "Teresa May is a glamour model who appeared in Smack My Bitch Up"। mirror.co.uk (ইংরেজী ভাষায়)। ১২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬।
- "Exterminator City"। IMDb। ১৯ জুলাই ২০০৫। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬।
- "One Man and His Dog"। IMDb। ১ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৬।
- "Prime Minister-in-waiting Theresa May confused with porn star"। Indian Express (ইংরেজী ভাষায়)। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "হবু প্রধানমন্ত্রীর সৌজন্যে হঠাৎ জনপ্রিয় পর্ন তারকা!"। ডেলি নিউজ। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৬।
- "New PM or Porn Star? Brits Confuse Adult Film Actress With Theresa May"। sputnik news (ইংরেজী ভাষায়)। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে তেরিসা মে (ইংরেজি)
- টুইটারে তেরিসা মে
- ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে তেরিসা মে (ইংরেজি)
- অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে তেরিসা মে (ইংরেজি)