তেরা মেরা সাথ রাহে

তেরা মেরা সাথ রাহে ২০০১ সালের ভারতীয় রোমান্টিক নাট্য চলচ্চিত্র[1] এটি পরিচালনা করেছেন মহেশ মান্জরেকার। প্রযোজনা করেছেন এন.আর. পাচিসিয়া এবং সুনীল সাইনি। অভিনয়ে ছিলেন অজয় দেবগণ, সোনালী বেন্দ্রে, নম্রতা শিরোধকার, প্রেম চোপড়া, নিলেশ দিবাকর প্রমুখ।[2]

তেরা মেরা সাথ রাহে
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকমহেশ মান্জরেকার
প্রযোজক
  • এন.আর. পাচিসিয়া
  • সুনীল সাইনি
রচয়িতাদীপক কুলকার্নি
চিত্রনাট্যকারমহেশ মান্জরেকার
কাহিনীকার
  • দীপক কুলকার্নি
  • মহেশ মান্জরেকার
শ্রেষ্ঠাংশে
সুরকার
  • আনন্দ রাজ আনন্দ
  • মিলিন্দ সাগর
চিত্রগ্রাহকবিজয় অরোরা
সম্পাদকভি.এন. মায়েকার
প্রযোজনা
কোম্পানি
রতন ইন্টারন্যাশনাল
পরিবেশকবি৪ইউ এন্টারটেনমেন্ট ইরোস ইন্টারন্যাশনাল
মুক্তি
  •  নভেম্বর ২০০১ (2001-11-07) (ভারত)
দেশভারত
ভাষাহিন্দি

দীপক কুলকার্নির গল্প অনুসারে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন মহেশ মান্জরেকার। সঙ্গীত রচনা করেছেন সমীর এবং পরিচালনা করেছেন যৌথভাবে আনন্দ রাজ আনন্দমিলিন্দ সাগর

কাহিনীসংক্ষেপ

অভিনয়ে

  • অজয় দেবগণ — রাজ দীক্ষিত
  • সোনালী বেন্দ্রে — মাধুরী
  • নম্রতা শিরোধকার — সুমন গুপ্ত
  • প্রেম চোপড়া — মি. খান্না
  • হেমু অধিকারি — জয়ন্ত সরকার
  • নিলেশ দিবাকর — নিলেশ দিবাকর
  • অতুল কালে — অভিজিৎ সাতাম
  • দামান বাগান — মাঙ্গেশ সাতপুটে
  • শিল্পা চৌহান — নির্মল সোনি
  • রাজেশ ভোসলে
  • আনন্দ অভয়ঙ্কর
  • সায়াজি সিন্ধু
  • কিশোর নাদালাস্কার
  • শিবাজি সাতাম
  • রিমা লেগু
  • স্বপ্নীল কাম্বলে — মি. অমিত চৌহান

সাউন্ডট্র্যাক

সবগুলি গানের গীতিকার সমীর; সবগুলি গানের সুরকার আনন্দ রাজ আনন্দ, মিলিন্দ সাগর

নং.শিরোনামমূল শিল্পীদৈর্ঘ্য
১."পেহেলি নাজার"উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক 
২."জাম্বো জেট"অতুল কালে 
৩."দিল বোহি বেকারার হোতা হ্যায়"উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক 
৪."ম্যায় সোচু"হরিহরন, অলকা ইয়াগনিক 
৫."ডাম ডাম ডিগা ডিগা"অতুল কালে, বেলা সিন্ধে 
৬."তেরা মেরা সাথ রাহে"উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক 
৭."হাতো কী লাকীরো ম্যায়"উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক 
৮."হাক জাতা দে"সুখবিন্দর সিং, হেমা সার্দেসাই 
৯."তাড়পাতি হ্যায় তারসাতি হ্যায়"উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক 
১০."তুজ সে বিছার কে"উদিত নারায়ণ 

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "তেরা মেরা সাথ রাহে"। hindilinks4u.to। সংগ্রহের তারিখ মার্চ ০৭, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "তেরা মেরা সাথ রাহে"। planetbollywood.com। সংগ্রহের তারিখ মার্চ ০৭, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.