তেরা মেরা সাথ রাহে
তেরা মেরা সাথ রাহে ২০০১ সালের ভারতীয় রোমান্টিক নাট্য চলচ্চিত্র।[1] এটি পরিচালনা করেছেন মহেশ মান্জরেকার। প্রযোজনা করেছেন এন.আর. পাচিসিয়া এবং সুনীল সাইনি। অভিনয়ে ছিলেন অজয় দেবগণ, সোনালী বেন্দ্রে, নম্রতা শিরোধকার, প্রেম চোপড়া, নিলেশ দিবাকর প্রমুখ।[2]
তেরা মেরা সাথ রাহে | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | মহেশ মান্জরেকার |
প্রযোজক |
|
রচয়িতা | দীপক কুলকার্নি |
চিত্রনাট্যকার | মহেশ মান্জরেকার |
কাহিনীকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | বিজয় অরোরা |
সম্পাদক | ভি.এন. মায়েকার |
প্রযোজনা কোম্পানি | রতন ইন্টারন্যাশনাল |
পরিবেশক | বি৪ইউ এন্টারটেনমেন্ট ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
দীপক কুলকার্নির গল্প অনুসারে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন মহেশ মান্জরেকার। সঙ্গীত রচনা করেছেন সমীর এবং পরিচালনা করেছেন যৌথভাবে আনন্দ রাজ আনন্দ ও মিলিন্দ সাগর।
কাহিনীসংক্ষেপ
অভিনয়ে
- অজয় দেবগণ — রাজ দীক্ষিত
- সোনালী বেন্দ্রে — মাধুরী
- নম্রতা শিরোধকার — সুমন গুপ্ত
- প্রেম চোপড়া — মি. খান্না
- হেমু অধিকারি — জয়ন্ত সরকার
- নিলেশ দিবাকর — নিলেশ দিবাকর
- অতুল কালে — অভিজিৎ সাতাম
- দামান বাগান — মাঙ্গেশ সাতপুটে
- শিল্পা চৌহান — নির্মল সোনি
- রাজেশ ভোসলে
- আনন্দ অভয়ঙ্কর
- সায়াজি সিন্ধু
- কিশোর নাদালাস্কার
- শিবাজি সাতাম
- রিমা লেগু
- স্বপ্নীল কাম্বলে — মি. অমিত চৌহান
সাউন্ডট্র্যাক
সবগুলি গানের গীতিকার সমীর; সবগুলি গানের সুরকার আনন্দ রাজ আনন্দ, মিলিন্দ সাগর।
নং. | শিরোনাম | মূল শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "পেহেলি নাজার" | উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক | |
২. | "জাম্বো জেট" | অতুল কালে | |
৩. | "দিল বোহি বেকারার হোতা হ্যায়" | উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক | |
৪. | "ম্যায় সোচু" | হরিহরন, অলকা ইয়াগনিক | |
৫. | "ডাম ডাম ডিগা ডিগা" | অতুল কালে, বেলা সিন্ধে | |
৬. | "তেরা মেরা সাথ রাহে" | উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক | |
৭. | "হাতো কী লাকীরো ম্যায়" | উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক | |
৮. | "হাক জাতা দে" | সুখবিন্দর সিং, হেমা সার্দেসাই | |
৯. | "তাড়পাতি হ্যায় তারসাতি হ্যায়" | উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক | |
১০. | "তুজ সে বিছার কে" | উদিত নারায়ণ |
আরো দেখুন
তথ্যসূত্র
- "তেরা মেরা সাথ রাহে"। hindilinks4u.to। সংগ্রহের তারিখ মার্চ ০৭, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "তেরা মেরা সাথ রাহে"। planetbollywood.com। সংগ্রহের তারিখ মার্চ ০৭, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.