তাহির ইবনে আবদুল্লাহ
তাহির ইবনে আবদুল্লাহ (মৃত্যু ৮৬২) ছিলেন খোরাসানের তাহিরি গভর্নর। ৮৪৫ থেকে ৮৬২ সাল পর্যন্ত তিনি গভর্নর ছিলেন।
তাহির ইবনে আবদুল্লাহ | |
---|---|
তাহিরি আমির | |
রাজত্বকাল | ৮৪৫-৮৬২ |
মৃত্যু | ৮৬২ খ্রিষ্টাব্দ |
পূর্বসূরি | আবদুল্লাহ ইবনে তাহির আল-খোরাসানি |
উত্তরসূরি | মুহাম্মদ ইবনে তাহির |
রাজবংশ | তাহির |
পিতা | আবদুল্লাহ ইবনে তাহির আল-খোরাসানি |
ধর্মবিশ্বাস | ইসলাম (সুন্নি) |
তার পিতা আবদুল্লাহ ইবনে তাহিরের শাসনামলে তাহিরকে উত্তরের স্তেপে অগুজ তুর্কিদের নিয়ন্ত্রণে রাখার জন্য পাঠানো হয়। এক্ষেত্রে তিনি সামানিদের সহায়তা পেতে থাকতে পারেন। ৮৪৪ সালে আবদুল্লাহ মারা যাওয়ার পর খলিফা আল-ওয়াসিক আরেক তাহিরি ইসহাক ইবনে ইবরাহিম ইবনে মুসআবকে খোরাসানে তার উত্তরসুরি হিসেবে নিয়োগ দেন। কিন্তু পরে খলিফা তাকে প্রত্যাহার করে তাহিরকে গভর্নর হিসেবে নিয়োগ দেন।
তাহিরের শাসনামল সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায় না। তবে এসময় কিছু প্রদেশে অসন্তোষ দেখা দিয়েছিল। এসময় সিস্তান হাতছাড়া হয়ে যায়। তাহির ৮৬২ সালে মারা যান। তিনি তার ছেলে মুহাম্মদ ইবনে তাহিরকে গভর্নর করার জন্য অসিয়ত করে যান এবং খলিফা তার ইচ্ছা পূরণ করেন।
তথ্যসূত্র
- Bosworth, C.E. (১৯৭৫)। "The Ṭāhirids and Ṣaffārids"। Frye, R.N.। The Cambridge History of Iran, Volume 4: From the Arab Invasion to the Saljuqs। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 90–135। আইএসবিএন 0-521-20093-8।
পূর্বসূরী আবদুল্লাহ ইবনে তাহির আল-খোরাসানি |
তাহিরি আমির ৮৪৫–৮৬২ |
উত্তরসূরী মুহাম্মদ ইবনে তাহির |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.