তালুকদার মনিরুজ্জামান

তালুকদার মনিরুজ্জামান (১ জুলাই ১৯৩৮ – ২৯ ডিসেম্বর ২০১৯) একজন বাংলাদেশি শিক্ষায়তনিক ব্যক্তি ও রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত হয়েছিলেন।[1]

তালুকদার মনিরুজ্জামান
জন্ম(১৯৩৮-০৭-০১)১ জুলাই ১৯৩৮
মৃত্যু২৯ ডিসেম্বর ২০১৯(2019-12-29) (বয়স ৮১)
পেশাশিক্ষায়তনিক ব্যক্তি, রাষ্ট্রবিজ্ঞানী

জীবনী

তালুকদার মনিরুজ্জামান ১৯৩৮ সালের ১ জুলাই সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।[2][3][4] ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।[5] তিনি সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা অর্জন করেন।[3]

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিক্ষা অর্জনের পর তালুকদার মনিরুজ্জামান ১৯৬৩ সালে কানাডা গমন করেন ও সেখানকার কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।[4] ১৯৬৬ সালে তিনি দেশে ফিরে আসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।[5] ১৯৭৪ সাল পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেছিলেন।[4]

তালুকদার মনিরুজ্জামান ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।[5] ২০০৬ সালে তিনি সেখান থেকে অবসরগ্রহণ করেন।[4] সে বছরে তাকে বাংলাদেশ সরকার জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করেছিল।[1] তিনি লেখালেখির সাথেও যুক্ত ছিলেন। তিনি নয়টি গ্রন্থ রচনা করেছেন।[3]

তালুকদার মনিরুজ্জামান রাজিয়া আক্তার বানুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[5] তাদের দুই পুত্র ও এক কন্যা ছিল।[4]

তালুকদার মনিরুজ্জামান ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[2][6][7]

তথ্যসূত্র

  1. "4 become national professors"The Daily Star। ৩ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  2. "জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  3. "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"আমাদের সময়। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  4. "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"কালের কণ্ঠ। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  5. "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"যমুনা টেলিভিশন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  6. "রাষ্ট্রবিজ্ঞানী ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই"ডিবিসি নিউজ। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  7. "National Professor Dr Talukder Moniruzzaman passes away"Daily Sun। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.