তালুকদার মনিরুজ্জামান
তালুকদার মনিরুজ্জামান (১ জুলাই ১৯৩৮ – ২৯ ডিসেম্বর ২০১৯) একজন বাংলাদেশি শিক্ষায়তনিক ব্যক্তি ও রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত হয়েছিলেন।[1]
তালুকদার মনিরুজ্জামান | |
---|---|
জন্ম | ১ জুলাই ১৯৩৮ |
মৃত্যু | ২৯ ডিসেম্বর ২০১৯ ৮১) | (বয়স
পেশা | শিক্ষায়তনিক ব্যক্তি, রাষ্ট্রবিজ্ঞানী |
জীবনী
তালুকদার মনিরুজ্জামান ১৯৩৮ সালের ১ জুলাই সিরাজগঞ্জের তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।[2][3][4] ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।[5] তিনি সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা অর্জন করেন।[3]
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিক্ষা অর্জনের পর তালুকদার মনিরুজ্জামান ১৯৬৩ সালে কানাডা গমন করেন ও সেখানকার কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।[4] ১৯৬৬ সালে তিনি দেশে ফিরে আসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।[5] ১৯৭৪ সাল পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেছিলেন।[4]
তালুকদার মনিরুজ্জামান ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।[5] ২০০৬ সালে তিনি সেখান থেকে অবসরগ্রহণ করেন।[4] সে বছরে তাকে বাংলাদেশ সরকার জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করেছিল।[1] তিনি লেখালেখির সাথেও যুক্ত ছিলেন। তিনি নয়টি গ্রন্থ রচনা করেছেন।[3]
তালুকদার মনিরুজ্জামান রাজিয়া আক্তার বানুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[5] তাদের দুই পুত্র ও এক কন্যা ছিল।[4]
তালুকদার মনিরুজ্জামান ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[2][6][7]
তথ্যসূত্র
- "4 become national professors"। The Daily Star। ৩ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- "জাতীয় অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"। আমাদের সময়। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"। কালের কণ্ঠ। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- "জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান আর নেই"। যমুনা টেলিভিশন। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- "রাষ্ট্রবিজ্ঞানী ড. তালুকদার মনিরুজ্জামান আর নেই"। ডিবিসি নিউজ। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- "National Professor Dr Talukder Moniruzzaman passes away"। Daily Sun। ২৯ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।