অ্যাপোলো হাসপাতাল ঢাকা

অ্যাপোলো হাসপাতাল ঢাকা বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতাল।অ্যাপোলো হাসপাতালটি অ্যাপোলো হাসপাতাল এন্টারপ্রাইজ লিমিটেড (বৃহৎ স্বাস্থ্যসেবা গ্রুপ) ও এসটিএস হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।। [1]

অ্যাপোলো হাসপাতাল ঢাকা
অ্যাপোলো হাসপাতালের মনোগ্রাম
অবস্থান
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা
বাংলাদেশ
তথ্য
তহবিলের ধরনযৌথ উদ্যোগ
শ্রেণীবেসরকারি হাসপাতাল

ইতিহাস

১৯৮৩ সালের ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঘানা, নাইজেরিয়া, মরিশাস, কাতার, ওমান ও কুয়েতে এ গ্রুপের হাসপাতাল রয়েছে।হাসপাতালটি ১৬ এপ্রিল ২০০৫ সালে স্বাস্থ্য সেবা প্রদান শুরু করে। চারজন দূরদৃষ্টিসম্পন্ন শিল্পপতি বন্ধু দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে করপোরেট খাতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করেন। বন্ধুরা হলেন অ্যাপোলো হাসপাতাল ঢাকার বর্তমান চেয়ারম্যান বব ডাব্লিউ কুন্দানমাল, ম্যানেজিং ডিরেক্টর খন্দকার মনির উদ্দিন ও মো. এ মঈন, টিপু মুনশি। এই চারজন মিলে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন।[2][3]

পরিষেবা

হাসপাতাল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। দেশের সেরা ২-৩টি বেসরকারী হাসপাতালগুলোর মধ্যে এ্যাপোলো হসপিটাল একটি। অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষণিক ইর্মাজেন্সী সার্ভিস রয়েছে এই  হাসপাতালটিতে। ১১ তলা বিশিষ্ট হাসপাতালটি সেন্ট্রাল এসি, লিফট এবং এলিভেটরযুক্ত। তবে এখানের চিকিৎসা সেবা বেশ ব্যয়বহুল।

হাসপাতালটির উন্নত চিকিৎসা কেন্দ্রগুলো হলো নিউরোসায়েন্স (নিউরোলজি ও নিউরোসার্জারি), কার্ডিয়াক সায়েন্স (ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিওভাসকুলার থোরাসিক সার্জারি), বোন অ্যান্ড জয়েন্ট সার্ভিসেস, কম্প্রিহেনসিভ ক্যানসার সার্ভিসেস – অস্থিমজ্জা প্রতিস্থাপন সুবিধাসহ, নেফ্রোলজি ও ইউরোলজি, গ্যাসট্রোএন্ট্রোলজি ও হেপাটোলজি, নারী-শিশু ও ফার্টিলিটি সেন্টার। ক্রিটিক্যাল কেয়ার : মেডিকেল, সার্জিক্যাল, নিওনেটাল, পেডিয়াট্রিক, নিউরো, কার্ডিয়াক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। হাসপাতালে মোট ২৬টি বিভাগ রয়েছে।[4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Apollo Hospitals Dhaka organises CME on PET-CT | Dhaka Tribune"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-২৮। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৫
  2. BanglaNews24.com। "অ্যাপোলোর জরুরি বিভাগে পা দিলেই ২০ হাজার!"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬
  3. "বাংলায় অ্যাপোলো হাসপাতালের ওয়েবসাইট"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬
  4. "অ্যাপোলো হাসপাতাল"অ্যাপোলো হাসপাতাল

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.