তালবাতাসি
তালবাতাসি ছোট আকারের বাতাসি পাখি। মোট দুই প্রজাতির তালবাতাসির সন্ধান পাওয়া গেছে। এরা হল:
- এশীয় তালবাতাসি, Cypsiurus balasiensis: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের বিচরণ
- আফ্রিকান তালবাতাসি, Cypsiurus parvus: প্রায় সমগ্র মধ্য আফ্রিকা জুড়ে এদের বিস্তৃতি।
তালবাতাসি | |
---|---|
![]() | |
আফ্রিকান তালবাতাসি | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Apodiformes |
পরিবার: | Apodidae |
গণ: | Cypsiurus Lesson, 1843 |
species | |
C. balasiensis |
দুই প্রজাতির তালবাতাসিই Apodidae গোত্রের অন্তর্গত Cypsiurus গণের অন্তর্ভুক্ত। এই দুই প্রজাতির মধ্যে গভীর মিল থাকায় পূর্বে এদের একই প্রজাতি হিসেবে গণ্য করা হত।
তালবাতাসি আকারে বেশ ছোট। এদের লেজ গভীরভাবে চেরা। সরু ডানার প্রান্ত সূচালো। আঙুলগুলো জোড় বাঁধা; ৩য় ও ৪র্থ আঙুল বহির্মুখী এবং ১ম ও ২য় আঙুল অন্তর্মুখী।[1]
তথ্যসূত্র
- জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১১০। আইএসবিএন 9843000002860
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।
গ্রন্থপঞ্জি
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.