তারিক জামিল

তারিক জামিল (জন্ম ১ জানুয়ারি ১৯৫৩)। তিনি মাওলানা তারিক জামিল নামে অধিক পরিচিত। তিনি একজন পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দি পণ্ডিত এবং আলম-এ-দীন(ধর্মগুরু)।[1][2] তিনি খানোয়াল, পাঞ্জাবে অবস্থিত তলামবার অধিবাসী। তিনি তাবলীগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সলাবাদের একটি মাদ্রাসার পরিচালক। [3] তিনি দ্য মুসলিম ৫০০-এর ২০১৩/২০১৪ এডিশনে জনপ্রিয় বক্তা হিসাবে স্থান পেয়েছিলেন।[4]

তারিক জামিল
উপাধিমাওলানা
জন্মمولانا طارق جمیل
(1953-01-01) ১ জানুয়ারি ১৯৫৩
খানোয়াল, পাকিস্তান
সম্প্রদায়সুন্নি
মাজহাবহানাফি
আন্দোলনতাবলীগ জামাত
মূল আগ্রহদাওয়াতে তাবলীগ,শরীয়ত, হাদীস,কোরআন,ইসলামী অর্থনীতি, তাফসীর
শিক্ষায়তনজামিয়া আরাবিয়া, (পাকিস্তান)

পরিচয়

তারিক জামিল (জন্ম ১ জানুয়ারি ১৯৫৩)। তিনি মাওলানা তারিক জামিল নামে অধিক পরিচিত। তিনি একজন পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দি পণ্ডিত এবং আলম-এ-দীন(ধর্মগুরু)। [২][৩] তিনি খানোয়াল, পাঞ্জাবে অবস্থিত তলামবা র অধিবাসী। তিনি তাবলীগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সলাবাদের একটি মাদ্রাসার পরিচালক। [৪] তিনি দ্য মুসলিম ৫০০ -এর ২০১৩/২০১৪ এডিশনে জনপ্রিয় বক্তা হিসাবে স্থান পেয়েছিলেন।

শিক্ষা এবং পেশা

ইসলামি প্রচারনা

তারিক জামিল সাহেব পৃথীবির অনেক দেশে দাওয়াত তাবলীগ এর কাজ করে ছেন এবং উনার ইসালামের দাওয়াত এর ধারা অনেক বড় বড় লোক কে ঈমান ও আমলের এর দিকে আহব্বান করেছেন এমন কি তিনি ভারত এর হিন্দি চলচ্চিত্র অভিনেতা আমির খান কে দ্বীনের দাওয়াত দিয়েছেন আরো অনেক কে উনি ইসলাম এর দাওয়াত দিয়েছেন। কানাডায় সফরে থাকা অবস্থায় জাবেদ আলী খান এর সাথে উনার দেখা হয়।

আরো দেখুন

তাবলীগ জামাত

তথ্যসূত্র

  1. Prof. S. Abdallah Schleifer (সম্পাদক)। The Muslim 500: The World's 500 Most Influential Muslims, 2013/14Amman: Royal Islamic Strategic Studies Centre। পৃষ্ঠা 134। আইএসবিএন 978-9957-428-37-2। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৪
  2. "Cruelty, lie, fraud reasons for fall of Muslims"। University of the Punjab। ২১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৫
  3. https://books.google.co.in/books?id=M6_VjCY7rSMC&pg=PA326&redir_esc=y#v=onepage&q&f=false
  4. http://themuslim500.com/download

বহি সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.