তামান্না
তামান্না হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, দন্ত চিকিৎসক ও মডেল।[1][2][3]
তামান্না | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেত্রী দন্ত চিকিৎসক মডেল |
জীবনী
তামান্না কুমিল্লায় জন্মগ্রহণ করেন।[1] ১৯৯৫ সালে স্টারশিপের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন তামান্না।[2] বাপ্পারাজের বিপরীতে ত্যাজ্যপুত্র চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটে।[1] ১৯৯৮ সালে তিনি রুবেলের বিপরীতে ভণ্ড চলচ্চিত্রে অভিনয় করেন।[1] তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল তোর জন্য রে ২০১৩ সালে মুক্তি পায়।[2] চলচ্চিত্রটিতে তিনি রিয়াজের বিপরীতে অভিনয় করেন। তামান্না বর্তমানে সুইডেনে বাস করছেন।[1][2][3]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
তথ্যসূত্র
- "সিনেমায় ফিরছেন 'ভণ্ড' সিনেমার নায়িকা তামান্না"। জাগোনিউজ২৪.কম। ২৩ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- "হারানো প্রিয় মুখের ঠিকানা"। ভোরের কাগজ। ১৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- "অভিনয়ে আবার সক্রিয় হবেন তামান্না"। ভোরের ডাক। ২৫ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- "প্রবাসে কিংবা আড়ালে"। মানবজমিন। ৮ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.