ড্যানি ড্যানিয়েলস

ড্যানি ড্যানিয়েলস (জন্ম সেপ্টেম্বর ২৩, ১৯৮৯ অরেঞ্জ কাউন্টি, ক্যালিফোর্নিয়া) হলেন একজন চেক মার্কিন পর্নোগ্রাফি অভিনেত্রী ও পরিচালক[1]

ড্যানি ড্যানিয়েলস
২০১৪ সালের ১৬ই জানুয়ারি এ.ভি.এন. অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট এক্সপোতে ড্যানি ড্যানিয়েলস
জন্ম (1989-09-23) সেপ্টেম্বর ২৩, ১৯৮৯[1]
অরেঞ্জ কাউন্টি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র[2]
উচ্চতা ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)[1]
দাম্পত্য সঙ্গীভিক্টর চিপোল্লা
(বি. ২০১৭)[3]
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের
সংখ্যা
অভিনেত্রী হিসেবে ২১৩ , পরিচালক হিসেবে ২ (২০১৪ সালের মার্চ পর্যন্ত আইএএফডি অনুযায়ী)[1]
ওয়েবসাইটhttp://danidanielsvip.com/

পেশাজীবন

ড্যানি ড্যানিয়েলস আগে ক্লাবের একজন স্ট্রিপার ছিলেন। তিনি তার স্কুলের বেতন পরিশোধের জন্য এটি করতেন।[4] তিনি ২০১১ সালের জানুয়ারি মাসে যৌনশিল্পে প্রবেশ করেন এবং ও.সি. মডেলিং ইন্ডাস্ট্রিতে যোগদান করেন।[5] তিনি আগে সমকামীদের সাথে চলচ্চিত্র করতেন কিন্তু পরে তিনি পুরুষদের সাথে অভিনয় করা শুরু করেন।[6] তার প্রথম চারটে যৌন দৃশ্য ছিল পুরুষদের সাথে।যেমনঃড্যানি ডেনিয়েলস : ডেয়ার নামে চলচ্চিত্রে এলিগ্যান্ট অ্যাঞ্জেল এর সাথে।[6] তিনি অনেক চলচ্চিত্র পরিচালনাও করেছেন পেন্টহাউসের জন্য এবং ফিলি ফিল্মসের জন্য।[7]

তিনি জুলাই ২০১১ তে টুইস্টিস ট্রিট অফ দ্য মান্থ ছিলেন।[8] পেন্টহাউস এর পেট অফ দ্য মান্থ ছিলেন জানুয়ারি ২০১২ তে। এলিগ্যান্ট অ্যাঞ্জেলের গার্ল অফ দ্য মান্থ ছিলেন মার্চ ২০১৪ তে।[9]

আবির্ভাব

২০১৪ সালে, ড্যানিয়েলসকে সিএনবিসি এর "দ্য ডার্টি ডজেন: পর্ন্স মোস্ট প্রপুলার স্টারস"[10] তালিকায় রাখা হয়েছিল, যার নাম ছিল।

ব্যক্তিগত জীবন

ড্যানিয়েলসকে প্রধানত চেনা হয় উভকামি হিসেবে[2] কিন্তু প্রধানত দেখা যায় যে ইনি মেয়েদের সাথে সেক্স সিনই বেশি করেছেন।[6]

খেতাব এবং মনোনয়ন

বছর অনুষ্ঠান ফলাফল খেতাব কাজ
২০১৩ এ.ভি.এন পুরষ্কার মনোনীত বেস্ট নিউ স্টারলেট[11] প্রযোজ্য নয়
মনোনীত বেস্ট অল গার্ল গ্রুপ সেক্স সিন[11] টম্ব রেইডার এক্স.এক্স.এক্স: অ্যান এক্সকুইজিট ফিল্মস প্যারোডি
মনোনীত বেস্ট বয়/গার্ল সেক্স সিন[11] ড্যানি ডেনিয়েলস: ডেয়ার
বিজয়ী বেস্ট গার্ল/গার্ল সেক্স সিন[12]
মনোনীত বেস্ট টিজ পারফর্মেন্স[11]
মনোনীত বেস্ট থ্রি ওয়ে সেক্স সিন (বি/বি/জি)[11]
মনোনীত বেস্ট থ্রি ওয়ে সেক্স সিন (জি/জি/বি)[11]
মনোনীত বেস্ট সোলো সেক্স সিন[11] অল ন্যাচারাল গ্ল্যামার সোলোস, ২
এক্স.বি.আই.জেড খেতাব মনোনীত বেস্ট নিউ স্টারলেট[13] প্রযোজ্য নয়
২০১৪ এ.ভি.এন পুরষ্কার মনোনীত বছরের সেরা মহিলা পারফর্মার[14] প্রযোজ্য নয়
মনোনীত বেস্ট বয়/গার্ল সেক্স সিন[14] স্কিন টাইট
মনোনীত বেস্ট সোলো সেক্স সিন[14] সেক্সপ্লোয়টেশন অফ ড্যানি ডেনিয়েলস
মনোনীত বেস্ট টিজ পারফরমেন্স[14] টপ বটমস
মনোনীত বেস্ট থ্রি ওয়ে সেক্স সিন (জি/জি/বি)[14] চান্স এনকাউন্টারস
এক্স.বি.আই.জেড খেতাব মনোনীত গার্ল/গার্ল পারফর্মার অফ দ্য ইয়ার[15] প্রযোজ্য নয়
মনোনীত বেস্ট অ্যাকট্রেস - প্যারোডি রিলিজ[15] ও.এম.জি...ইটস দ্য ডার্টি ড্যান্সিং এক্স.এক্স.এক্স প্যারোডি
বিজয়ী বেস্ট অ্যাকট্রেস - অল গার্ল রিলিজ[16] দ্য ভ্যাম্পায়ার মিস্ট্রেস
মনোনীত বেস্ট সিন - অল গার্ল[15]
মনোনীত বেস্ট সিন - ভিগেনেট রিলিজ[15] সেক্রেটারিস ডে ৬
মনোনীত বেস্ট সিন - কাপলস-থিমড রিলিজ[15] চান্স এনকাউন্টারস

তথ্যসূত্র

  1. ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে Dani Daniels (ইংরেজি)
  2. "Interview with Dani Daniels" (ইংরেজি ভাষায়)। Digital Desire। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১৩
  3. Hitt, Tarpley (সেপ্টেম্বর ১৪, ২০১৮)। "The Curious Case of the Porn Star Catfishers Use to Scam People Online"The Daily Beast। সংগ্রহের তারিখ অক্টোবর ২, ২০১৮
  4. Apache Warrior। "Dani Daniels interview" (ইংরেজি ভাষায়)। XCritic। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৯, ২০১৩
  5. Peter (মে ১৮, ২০১১)। "Dani Daniels Interview For Barelist" (ইংরেজি ভাষায়)। Barelist। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০১৩
  6. "Dani Daniels Does First B/G Scenes" (ইংরেজি ভাষায়)। AVN। সংগ্রহের তারিখ মে ২১, ২০১৩
  7. Tod Hunter, Steve Javors, Mark Kernes, Peter Warren, "Freshen Up!", AVN, Vol. 29/No. 6, Issue 355, June 2012, pp.46-51.
  8. "Dani Daniels Named Twistys Treat of the Month" (ইংরেজি ভাষায়)। AVN। জুলাই ৫, ২০১১। সংগ্রহের তারিখ জুন ৮, ২০১৩
  9. John Sanford (মার্চ ৩, ২০১৪)। "Dani Daniels Named Elegant Angel 'Girl of the Month'" (ইংরেজি ভাষায়)। XBIZ। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০১৪
  10. Chris Morris (জানুয়ারি ১৩, ২০১৪)। "The Dirty Dozen 2014" (ইংরেজি ভাষায়)। CNBC। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৩, ২০১৪
  11. "2013 AVN Awards Nominees" (pdf) (ইংরেজি ভাষায়)। AVN Awards। সংগ্রহের তারিখ জুন ৮, ২০১৩
  12. "And Now... The 2013 AVN Award Winners!" (ইংরেজি ভাষায়)।
  13. "XBIZ Awards 2013 Nominees"XBIZ (ইংরেজি ভাষায়)। নভেম্বর ১৬, ২০১২। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১৩
  14. "2014 AVN Award Nominees" (ইংরেজি ভাষায়)। AVN Awards। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০১৩
  15. "Nominees" (ইংরেজি ভাষায়)। XBIZ Awards। সংগ্রহের তারিখ নভেম্বর ২০, ২০১৩
  16. Dan Miller (জানুয়ারি ২৪, ২০১৪)। "2014 XBIZ Award Winners Announced" (ইংরেজি ভাষায়)। XBIZ। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০১৪

বহির্সংযোগ

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.