ডেলা গডফ্রে
ডেলা গডফ্রে একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি তেলুগু দেশম পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি অন্ধ্র প্রদেশ বিধানসভায় অ্যাংলো-ভারতীয়দের জন্য সংরক্ষিত আসনের বিধায়ক পদে মনোনীত হয়েছিলেন। তিনি দুই মেয়াদে অন্ধ্র প্রদেশ বিধানসভার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ডেলা গডফ্রে | |
---|---|
অন্ধ্র প্রদেশ বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৯৪ – ২০০৪ | |
সংসদীয় এলাকা | অ্যাংলো-ভারতীয়দের জন্য সংরক্ষিত আসন |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ২৩ এপ্রিল ২০১৯ |
রাজনৈতিক দল | তেলুগু দেশম পার্টি |
জীবনী
ডেলা গডফ্রে হায়দ্রাবাদে জন্মেছেন ও বেড়ে উঠেছেন। তার বাবা অ্যালেন গডফ্রে হায়দ্রাবাদের নিজামের রাজকীয় টাঁকশালের প্রকৌশলী ছিলেন ও তার মা মেজরি গডফ্রে ছিলেন একজন শিক্ষাবিদ, সাংসদ ও বিধায়ক। তিনি রোজারি কনভেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও কোথি মহিলা কলেজে পড়াশোনা করেছেন। তিনি কেএলএমের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি দুই মেয়াদে অন্ধ্র প্রদেশ বিধানসভার অ্যাংলো-ভারতীয়দের জন্য সংরক্ষিত আসনের বিধায়ক পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সাল পর্যন্ত উক্ত পদে ছিলেন। ২০১৯ সালের ২৩ এপ্রিল তিনি প্রয়াত হন।[1][2][3]
তথ্যসূত্র
- "Hyderabad: Former nominated MLA Della Godfrey passes away"। Telangana Today। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- "Della Godfrey dies after cardiac arrest"। Deccan Chronicle। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- "Former MLA Della Godfrey passes away"। The Times of India। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।