ডেভিড স্লেপিয়ান

ডেভিড স্লেপিয়ান
জন্ম(১৯২৩-০৬-৩০)৩০ জুন ১৯২৩
পিটসবার্গ, পেন্সিলভেনিয়া
মৃত্যু২৯ নভেম্বর ২০০৭(2007-11-29) (বয়স ৮৪)
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠানবেল ল্যাবস
প্রাক্তন ছাত্রহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
মিশিগান বিশ্ববিদ্যালয়
সন্দর্ভসমূহ (1949)
পরিচিতির কারণAlgebraic coding theory
উল্লেখযোগ্য
পুরস্কার
আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল (১৯৮১)
IEEE Centennial Medal (1984)

ডেভিড স্লেপিয়ান একজন মার্কিন গণিতবিদ।

জীবনী

স্লেপিয়ান ১৯২৩ সালের ৩০ জুন পেন্সিলভেনিয়ার পিটসবার্গে জন্মগ্রহণ করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [1][2]

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.