ডেভিড প্যাকার্ড

ডেভিড প্যাকার্ড (৭ সেপ্টেম্বর ১৯১২ - ২৬ মার্চ ১৯৯৬) একজন মার্কিন প্রকৌশলী ও ব্যবসায়ী। তার জন্মস্থান যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের পুয়েবলো শহরে। তিনি ১৯৩৯ সালে উইলিয়াম হিউলেট-র সাথে যৌথভাবে হিউলেট প্যাকার্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন।

ডেভিড প্যাকার্ড
জন্ম(১৯১২-০৯-০৭)৭ সেপ্টেম্বর ১৯১২
পাবলো, কলোরাডো
মৃত্যু২৬ মার্চ ১৯৯৬(1996-03-26) (বয়স ৮৩)
স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া
শিক্ষাস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ব্যাচেলর্স (১৯৩৪), মাস্টার্স (১৯৩৯)
পরিচিতির কারণহিউলেট প্যাকার্ড কোম্পানি
আদি নিবাসপাবলো, কলোরাডো
বার্ষিক সম্পত্তিইউএসডি $৩.৭ বিলিয়ন তার মৃত্যুর সময় (মোটামুটি ১/১৭২৪ তম আমেরিকায় জিএনপি)[1]
পুরস্কারসিলভানাস থায়ার পুরস্কার (১৯৮২)
প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম (১৯৮৮)
পাবলিক ওয়েলফেয়ার পদক (১৯৮৯)

জীবন ইতিহাস

প্যাকার্ড ১৯৩৪ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. ডিগ্রী লাভ করেন। নিউইয়র্ক 'র Schenectady তে অবস্থিত জেনারেল ইলেক্ট্রিক কোম্পানি তে কিছুদিন কাজ করেন। ১৯৩৮ সালে স্ট্যানফোর্ডে ফিরে আসেন এবং তড়িৎ প্রকৌশলীর ডিগ্রী অর্জন করেন। ১৯৩৯ সালে তিনি উইলিয়াম হিউলেটের সাথে যৌথভাবে হিউলেট প্যাকার্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্যাকার্ডের গ্যারেজে তারা কাজ শুরু করেন এবং তখন তাদের মূলধন ছিল মাত্র ৫৩৮ ডলার। এই কোম্পানিতে প্যাকার্ড একজন সুদক্ষ প্রশাসক এবং হিউলেট একজন প্রাজ্ঞ উদ্ভাবকের ভূমিকা পালন করেন। ফলে অচিরেই হিউলেট-প্যাকার্ড পৃথিবীর সর্ববৃহৎ তড়িৎ যণ্ত্রপাতি প্রতিষ্ঠানে পরিণত হয়। ডেভিড প্যাকার্ড হিউলেট-প্যাকার্ড কোম্পানিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন :-১৯৪৭ থেকে ১৯৬৪ : সভাপতি (President), ১৯৬৪ থেকে ১৯৬৮ : প্রধান নির্বাহী কর্মকর্তা, ১৯৬৪ থেকে ১৯৬৮ : বোর্ডের চেয়ারম্যান, ১৯৭২ থেকে ১৯৯৩ : বোর্ডের চেয়ারম্যান,১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন প্যাকার্ডকে প্রতিরক্ষা বিষয়ক ডেপুটি সেক্রেটারি পদে মনোনয়ন দেন। তখন প্রতিরক্ষা বিষয়ক সচিব ছিলেন মেলভিন লেয়ার্ড। এ সময় তিনি এফ ১৬এ ১০, এ দুটি যুদ্ধবিমানের উপর সফল সমীক্ষা চালান।১৯৭১ সালে তিনি হিউলেট প্যাকার্ড কোম্পানির কাজ থেকে অবসর নেন এবং পরবর্তী বছরই আবার যোগদান করেন।৭০ ও ৮০ 'র দশক জুড়ে তিনি হোয়াইট হাউস 'র প্রতিরক্ষা ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

সম্মাননা

ডেভিড প্যাকার্ড ১৯৮৮ সালে ন্যাশনাল মেডেল অব টেকনোলজি লাভ করেন।[2]

তথ্যসূত্র

  1. Klepper, Michael; Gunther, Michael (১৯৯৬), The Wealthy 100: From Benjamin Franklin to Bill Gates—A Ranking of the Richest Americans, Past and Present, Secaucus, New Jersey: Carol Publishing Group, পৃষ্ঠা xiii, আইএসবিএন 9780806518008, ওসিএলসি 33818143
  2. http://www.uspto.gov/about/nmti/recipients/1988.jsp

আরও দেখুন

বহিঃসংযোগ

ব্যবসা অবস্থান
নতুন পদবী সভাপতি হিউলেট-প্যাকার্ড
১৯৪৭–১৯৭১
উত্তরসূরী
William Hewlett
Chief Executive Officer of Hewlett-Packard
1964–1971
Chairman of Hewlett-Packard
1964–1993
উত্তরসূরী
Lewis E. Platt
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
Paul Nitze
United States Deputy Secretary of Defense
19691971
উত্তরসূরী
Kenneth Rush
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.