উইলিয়াম হিউলেট
উইলিয়াম (বিল) রেডিংটন হিউলেট (মে ২০, ১৯১৩ - জানুয়ারি ১২, ২০০১) একজন প্রকৌশলী এবং হিউলেট প্যাকার্ড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
উইলিয়াম হিউলেট | |
---|---|
![]() Hewlett (left) and Alan Tripp in a 1993 photograph at Tripp's first SCORE! Center | |
জন্ম | Ann Arbor, Michigan | ২০ মে ১৯১৩
মৃত্যু | ১২ জানুয়ারি ২০০১ ৮৭) Palo Alto, ক্যালিফোর্নিয়া | (বয়স
পরিচিতির কারণ | Hewlett-Packard Company (HP) |
শিক্ষাজীবন
হিউলেট ১৯৩৪ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। ১৯৩৬ সালে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশলে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ১৯৩৯ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলীর ডিগ্রি অর্জন করেন।[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.