ডেভিড গিলমোর (দ্ব্যর্থতা নিরসন)
ডেভিড গিলমোর একজন ইংরেজ সঙ্গীতজ্ঞ এবং পিঙ্ক ফ্লয়েডের অন্যতম সদস্য।
ডেভ গিলমোর অথবা ডেভিড গিলমোর এছাড়াও উল্লেখ করতে পারে:
- ডেভিড গর্ডন গিলমোর (১৮৮২–১৯৩২), অটোয়া সিলভার সাতের কানাডীয় হকি খেলোয়াড়।
- ডেভ গিলমোর (আইস্ হকি জন্ম ১৯৫০), ক্যালগেরী কাউবয়েজের মেজর লিগ আইস হকি খেলোয়াড়
- ডেভিড গিলমোর (অ্যালবাম), ডেভিড গিলমোরের প্রথম একক অ্যালবাম।
- ডেভিড গিলমোর (লেখক) (জন্ম ১৯৪৯), কানাডিয়ান লেখক ও টেলিভিশন সাংবাদিক।
- স্যার ডেভিড গিলমোর, ৪র্থ ব্যারোনেট (জন্ম ১৯৫২), স্কটিশ লেখক।
- ডেভিড গিলমোর (ব্যবসায়ী) (জন্ম ১৯৩১), ফিজি ওয়াটারের প্রতিষ্ঠাতা।
অরও দেখুন
- ডেভিড গিলমোর (জন্ম ১৯৬৪), জ্যাজ গিটারবাদক
- ডেভিড গিলমোর Blythe (১৮১৫–১৮৬৫), আমেরিকান শিল্পী
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.