ডেভিড কক্স (পরিসংখ্যানবিদ)

ডেভিড কক্স (ইংরেজি David Cox ১৯২৪-) ব্রিটিশ পরিসংখ্যানবিদ যিনি গাণিতিক পরিসংখ্যান (mathematical statistics) ও ফলিত সম্ভাবনার (applied probability) ওপর তার কাজের জন্য পরিচিত। তিনি শিল্প ও কর্মকৌশল গবেষণার (industrial and operations research) ক্ষেত্রে অবদান রাখেন। তার বিভিন্ন অবদানের মধ্যে রয়েছে পরিসংখ্যানিক পরীক্ষাসমূহের (statistical expermients) ডিজাইন ও বিশ্লেষণ, বাইনারি উপাত্ত (binary data) ও বিন্দু দৈব প্রক্রিয়াসমূহের (point random processes) বিশ্লেষণ এবং মান নিয়ন্ত্রণ (quality contorl) ও কর্মকৌশল গবেষণায়, বিশেষ করে কিউ (queue), কনজেশন (congestion) এবং পূনর্নবায়ন তত্ত্বে (renewal theory) নতুন পদ্ধতিসমূহের আবিস্কার।

ডেভিড কক্স (পরিসংখ্যানবিদ)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.