ডেডপুল (চলচ্চিত্র)

ডেডপুল হচ্ছে একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম যা ২০১৬ সালে মুক্তি পেয়েছে। এটি এক্স মেন ফিল্ম সিরিজ এর অষ্টম সিনেমা। সিনেমাটি একই নামের কমিক চরিত্র ডেডপুল/ ওয়েড উইলসন এর উপর ভিত্তি করে নির্মিত। এটি পরিচালক টিম মিলার এর প্রথম চলচ্চিত্র। এতে অভিনয় করছেন রায়ান রেইনল্ডস ‘ডেডপুল/ওয়েড উইলসন’ চরিত্রে, মোরেনা ব্যাকারিন ‘ভেনেসা’ চরিত্রে এবং টি জে মিলার ‘উইজেল’ চরিত্রে। ‘ডেডপুল’ এর চিত্রনাট্য লিখেছেন রব লাইফেল্ড, ফ্যাবিয়ান নিসিজা, হেট রিজি এবং পল ওয়ারনিক।

ডেডপুল
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকটিম মিলার
প্রযোজক
রচয়িতা
  • হের্ট রিস
  • পল বোর্নিক
উৎসফ্যাবিয়ান নিশিজা
রব লাইফেল্ড কর্তৃক 
ডেডপুল
শ্রেষ্ঠাংশে
  • রায়ান রেনল্ডস
  • মোরেনা ব্যাকারিন
  • এড স্ক্রেইন
  • টি. জে. মিলার
  • জিনা কারানো
  • লেসলি উগ্যামস
  • ব্রায়ানা হিল্ডব্র্যান্ড
  • স্টিফেন ক্যাপিচিচ
সুরকারটম হকেনবর্গ
চিত্রগ্রাহককেন সেং
সম্পাদকজুলিয়ান ক্লার্ক
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
মুক্তি
  •  ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-08) (দ্য গ্র্যান্ড রেক্স)
  • ১২ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-12) (মার্কিন যুক্তরাষ্ট্র)
দৈর্ঘ্য১০৮ মিনিট [1]
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজী
নির্মাণব্যয়$৫৮ মিলিয়ন [2]
আয়$৭৬০.৭ মিলিয়ন[3]

তথ্যসূত্র

  1. "Deadpool (15)"British Board of Film Classification। জানুয়ারি ৩১, ২০১৬। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৬
  2. Lang, Brent (ফেব্রুয়ারি ৯, ২০১৬)। "'Deadpool' to Pummel Box Office Competition Over President's Weekend"Variety। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১০, ২০১৬
  3. "Deadpool (2016)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.