ডিমু বরগীর

ডিমু বরগীর (ইংরেজি উচ্চারণ: /ˌdɪmuː ˈbɔrɡɪr/) একটি নরওয়েজীয় ব্ল্যাক মেটাল ব্যান্ড। এ ব্যান্ডটিকে সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল ব্ল্যাক মেটাল ব্যান্ড হিসেবে ধরা হয়। ১৯৯৩ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ডিমু বরগীর মানে হলো অন্ধকার শহরগুলো। এ ব্যান্ডটিকে এ পর্যন্ত ৮টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। ২০১০ সালে তাদের ৯ম অ্যালবাম প্রকাশ হবে।

ডিমু বরগীর
টুসকা ওপেন এয়ার মেটাল ফেস্টিভ্যাল ২০০৫-এ ডিমু বরগীর
প্রাথমিক তথ্য
উদ্ভবঅসলো, নরওয়ে
ধরনব্ল্যাক মেটাল (early)
সিমফোনিক ব্ল্যাক মেটাল (now)
কার্যকাল১৯৯৩– বর্তমান
লেবেলনো কালারস রেকর্ডস (১৯৯৩–১৯৯৪)
ক্যাকোফোনাস/সেঞ্চুরি মিডিয়া (১৯৯৫–১৯৯৭)
নিউক্লিয়ার ব্ল্যাস্ট রেকর্ডস (১৯৯৭–বর্তমান)
সহযোগী শিল্পীওল্ড ম্যানস্‌ চাইল্ড, ক্রেডেল অব ফিলথ, ওভ হেল, দ্য কোভেনেন্ট, মেইহেম, ক্রোম ডিভিশন, ঙ্কোড, নাইল,অ্যাঙ্গেলকর্পস্‌, গড ডেথরোন্ড, ভেসানিয়া, িনফার্নাল মেথোড
ওয়েবসাইটwww.dimmu-borgir.com
সদস্যবৃন্দ
  • Shagrath *Galder *Silenoz
প্রাক্তন সদস্যবৃন্দ
  • শাগ্রাথ *সাইলনোজ *ভরটেক্স *গ্ল্যাডার *হেলহ্যামার *দারে *মুস্তিস

বর্তমান সদস্য

  • শাগ্রাথ
  • সাইলনোজ
  • মুস্তিস
  • ভরটেক্স
  • গ্ল্যাডার
  • হেলহ্যামার
  • দারে

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.