ডিপিন (লিনাক্স ডিস্ট্রিবিউশন)
ডিপিন (ইংরেজি: Deepin; পূর্বে লিনাক্স ডিপিন) ডেবিয়ানের আনস্টেবল শাখার উপর ভিত্তি করে নির্মিত একটি ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটি পার্সোনাল কম্পিউটার ও সার্ভারে চলে। ডিপিন এক্স৮৬-৬৪ স্থাপত্যে চলে।
![]() | |
ডেভলপার | উহান ডিপিন টেকনোলজি কোং লিমিটেড |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
প্রাথমিক মুক্তি | ২৮ ফেব্রুয়ারি ২০০৪ |
সর্বশেষ মুক্তি | ডিপিন ১৫.৬[1] / ১৫ জুন ২০১৮ |
মার্কেটিং লক্ষ্য | পার্সোনাল কম্পিউটিং |
ভাষাসমূহ | বহুভাষিক(২৩টারও বেশি)[2][3][4] |
হালনাগাদের পদ্ধতি | ডিপিন সফটওয়্যার সেন্টার |
প্যাকেজ ম্যানেজার | এপিটি, ডিপিকেজি[5] |
প্ল্যাটফর্ম | এএমডি৬৪ |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ব্যবহারকারী ইন্টারফেস | ডিপিন ডেস্কটপ পরিবেশ(কিউটি ভিত্তিক) |
লাইসেন্স | ফ্রি সফটওয়্যার লাইসেন্স (প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স) |
ওয়েবসাইট | www |
ডিপিনের উন্নয়ন চিন-ভিত্তিক উহান ডিপিন টেকনোলজি কোম্পানি লিমিটেড কর্তৃক সাধিত হয়, যারা প্রযুক্তিগত সহায়তা ও ডিপিন সংক্রান্ত অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে আয় করে থাকে। ডিস্ট্রোওয়াচের মতে, ২০১৭ সাল মোতাবেক, চিন থেকে উৎপত্তি পাওয়া লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে ডিপিনই সবচেয়ে জনপ্রিয়।
বৈশিষ্ট
ইন্সটলেশন
ডিপিন 'ডিপিন টেকনোলজি'র তৈরি সহজে ব্যবহারযোগ্য ডিপিন ইন্সটলার নামক ইন্সটলারের সাথে আসে। ইন্সটলারে পরিষ্কার দিকনির্দেশনা থাকে, যাতে নতুন লিনাক্স ব্যবহারকারী কোন সমস্যা ছাড়াই অপারেটিং সিস্টেমটি ইন্সটল করতে পারে। ডিপিনে আগে থেকে একটি ড্রাইভ পার্টিশন ম্যানেজারও থাকে, যেটা ব্যবহারকারীকে পার্টিশন করতে ও অপারেটিং সিস্টেম ইন্সটলের স্থান নির্বাচন করতে সাহায্য করে।
প্রাক-ইন্সটলকৃত সফটওয়্যার
ডিপিনে পূর্ব থেকে অনেকগুলো ফ্রি ও ওপেন সোর্স প্রোগ্রাম ইন্সটল করা থাকে।মুক্ত সোর্স না এমন কিছু প্রোগ্রাম, যেমন-গুগল ক্রোম, স্পটিফাই এবং স্টিমের মত প্রোগ্রাম ডিপিনে পূর্ব থেকে থাকে। এবং অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনের মত ডিপিনে আগে থেকে লিব্রেঅফিস থাকে না, বরঞ্চ থাকে ডব্লিউপিএস অফিস(যেটা মাইক্রোসফট অফিসের সাথে অসধারণ সামঞ্জস্যতার জন্যে বিখ্যাত)।
এছাড়াও ডিপিনের নিজস্ব এপ্লিকেশন, যেমন ডিপিন টার্মিনাল, ডিপিন স্টোর, ডিপিন ফাইল ম্যানেজার, ডিপিন মিউজিক এবং অন্যান্য অনেক প্রোগ্রামও পূর্ব থেকে ইন্সটল করা থাকে।
- "deepin 15.6 improvements"। deepin.org।
- Massimo Antonio Carofano (২৯ এপ্রিল ২০১৫)। "Rilasciato Deepin 2014.3: novità, considerazioni e download!"। QWERTYmag। মে ১১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৮।
- Chen Xiang Bang (১৪ মে ২০১৫)। "_Must Read_ Community Declaration, Community Rules and Community Management Team"। QWERTYmag। ১৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৮।
- 【开源专访】Linux Deepin:做更好用的Linux桌面系统-CSDN.NET